Saturday, May 4, 2024
spot_img
spot_img
Homeখবরকালো ঘনো অন্ধকার মাঝরাত্রে জঙ্গলে হঠাৎ তীব্র আলো, ইচ্ছধারী নাগিনের মাথায় জ্বলজ্বল...

কালো ঘনো অন্ধকার মাঝরাত্রে জঙ্গলে হঠাৎ তীব্র আলো, ইচ্ছধারী নাগিনের মাথায় জ্বলজ্বল করছে মণি।

কালো ঘনো অন্ধকার মাঝরাত্রে জঙ্গলে হঠাৎ তীব্র আলো, ইচ্ছধারী নাগিনের মাথায় জ্বলজ্বল করছে মণি। অনেকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে কালো সাপের মাথার মণি, কথায় প্রচলিত আছে নাগমণি শুধুমাত্র ইচ্ছাধারী নাগিনের কাছেই থাকে। কিন্তু বিজ্ঞানীরা এই দাবি খারিজ করেছে, ছবিতে দাবি করা হচ্ছে সাপের মণির ফটো তুলেছেন সেই ফটো ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ফটো মধ্যপ্রদেশের একটি গ্রামের বলেই দাবি করা হয়েছে, যেখানে শিবপুরাণের অনুষ্ঠান চলছিল, সেখানেই মাঝরাত্রে 2 জন জঙ্গলে নাগমণি দেখেছিলো। যদিও কোনরকম ভাবে এই ফটোর সত্যতা যাচাই করিনি আমরা৷ কিছুক্ষণ দেখার পরে মোবাইলে ফটো তুলেছেন সেই ফটো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, ভাইরাল হওয়া ফটো নিয়ে তর্ক বিতর্ক শুরু করেছেন অনেকেই।কথায় প্রচলিত আছে যাঁর কাছে নাগমণি থাকে তাঁর মধ্যে বহু অলৌকিক শক্তি থাকে এবং সেই ব্যক্তি যা চাইবে তাই পাবে তাছাড়াও নাগমনির হাতের মুঠোয় ধরে যেখানে যেতে চাইবে সেখানেই চলে যাবে এক কথায় অনেকটা আলাদিনের আশ্চর্য প্রদীপের মতন৷তবে নাগমণির সত্যতা নিয়ে নানান ধরনের আলাপ আলোচনা আছে৷ অনেকেই পড়ার বইয়ে নাগমণির বিভিন্ন ঘটনা বা গল্প-কাহিনী পড়েছেন কিন্তু বাস্তবে নাগমণি দেখেননি। বিজ্ঞানরা এমনই দাবি করেন এমন কিছু বাস্তবে ঘটা অসম্ভবের সমান অর্থাৎ না ঘটার সম্ভাবনাই বেশি।

নাগমণি সংক্রান্ত বিষয়টি একটি পৌরাণিক কাহিনি পি সি নিউজ বাংলা মানতে বাধ্য বা অনুরোধ করেনা, আপনার বিচার বুদ্ধিতে সিদ্ধান্ত নেবেন।

Advitagment
আপনি হয়ে যান রিপোর্টার। টাটকা খবর পেতে আমাদের ফেসবুক পেজ লাইক ও ফলো করুন। বিশদে জানতে যোগাযোগ :9434674111

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments