Monday, April 29, 2024
spot_img
spot_img
Homeরাজ্যওড়িশার পর্যটনকে আকর্ষণীয় করতে চিলিকা হ্রদে থাকবে বিলাসবহুল হাউসবোট

ওড়িশার পর্যটনকে আকর্ষণীয় করতে চিলিকা হ্রদে থাকবে বিলাসবহুল হাউসবোট

পিসি নিউজ বাংলা : কথায় আছে বাঙালি পায়ের তলায় সর্ষে। তাই সময়-সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে পড়ে। ভ্রমণপিপাসু বাঙালির পর্যটন মানচিত্রে ওড়িশার জায়গা সব সময়ই শীর্ষে ৷ পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে এ বার ওড়িশার পর্যটনের তালিকায় যুক্ত হতে চলেছে নতুন পালক। রাজ্যটিতে শুরু হতে চলেছে হাউসবোট পরিষেবা ৷

১৪ মে মুম্বইয়ে হয়ে গেল ক্রুজ কনফারেন্স৷ অংশ নিয়েছিলেন ৩০০-র বেশি আমন্ত্রিত৷ সেখানে ওড়িশার তরফে জানানো হয়েছে, এ বার তারা গুরুত্ব দেবে নদী পর্যটনে৷ হাউসবোট, ভাসমান রেস্তরাঁ থেকে ক্যাটামেরন-সবই থাকবে৷ চিলিকা হ্রদ ঘিরে গড়ে উঠবে পর্যটন শিল্প। থাকবে বিলাসবহুল হাউসবোট ‘গরুড়’৷ ক্রুজ কনফারেন্সে ওড়িশা পর্যটন দফতরের অধিকর্তা শচীন যাদব সে রাজ্যের ক্রুজ পর্যটন নিয়ে বিস্তারিত বিবরণ জানিয়েছেন৷
জানা গিয়েছে, ওড়িশার বারকুল অঞ্চলে তৈরি করা হচ্ছে বিলাসবহুল তরী৷ সেখানে পাঁচতারা হোটেলের সব রকম সুযোগ সুবিধার পাশাপাশি ভ্রমণের অভিজ্ঞতা হবে একেবারে রাজকীয়৷ পর্যটকদের ইচ্ছে হলে তালিকায় সংযোজন করা যাবে ভিতরকণিকা জাতীয় উদ্যান এবং গহিরমাথা অভয়রাণ্যের এলাকা৷ এই বিলাসতরীতে ভ্রমণের সঙ্গেই থাকবে নানারকম খাবার, দুঃসাহসিক খেলার সুযোগ। বিলাসতরীতে ভেসে চিলিকার বিভিন্ন দ্বীপে একেবারে ভিন্ন স্বাদের সফর হবে ৷ এই দোতলা হাউসবোট তথা বিলাসতরীতে থাকবে দু’টি স্যুইট, চারটি প্রিমিয়াম ঘর, বার, রেস্তরাঁ এবং ওপেন লবি৷

জানা গিয়েছে, ওড়িশার পর্যটন দফতর প্রাথমিক পর্যায়ে আপাতত দু’টি হাউসবোট নামাবে। প্রত্যেকটিতে ৪০ জন পর্যটক সফর করতে পারবেন৷ বিকাশ ইকো রিসর্টের উদ্যোগে তৈরি এই বিলাসতরীতে ৩ কোটিরও বেশি বিনিয়োগ করা হয়েছে বলে পর্যটন দফতর সূত্রে খবর৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments