Friday, March 29, 2024
spot_img
spot_img
Homeরাজনীতিবিজেপি-তে কার্যসিদ্ধি করতে না পেরে দল ছেড়েছেন অর্জুন, বিস্ফোরক মন্তব্য দিলীপের

বিজেপি-তে কার্যসিদ্ধি করতে না পেরে দল ছেড়েছেন অর্জুন, বিস্ফোরক মন্তব্য দিলীপের

পিসি নিউজ বাংলা : যাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছেন তাঁদের পক্ষে গেরুয়া শিবিরে থাকাটা অনেক কঠিন৷ যাঁরা আদর্শ নিয়ে রাজনীতি করেন না তাঁদের পক্ষে বিজেপিতে থাকা মুশকিল৷ তাই অর্জুনের মতো যাঁরা মানিয়ে নিয়ে থাকতে পারছেন না, তাঁরাই তৃণমূলে চলে যাচ্ছেন৷ প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং-এর তৃণমূলে যোগদান প্রসঙ্গে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ৷ অর্জুনের এই দলবদলে জেরে বিজেপি-র থেকেও রাজনীতির বেশি ক্ষতি বলে মনে করছেন দিলীপ ঘোষ৷
সোমবার সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন প্রসঙ্গে দিলীপ বলেন, দলে যাঁদের সামনের সারিতে নিয়ে আসা হয়েছিল, তাঁরাই এখন বিজেপি ছাড়ছেন৷
অনেক লোক বিভিন্ন উদ্দেশ্য নিয়ে এসেছিলেন৷ কিন্তু তাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি। আসলে ক্ষমতার কাছাকাছি দল এলে অনেক লোক আসে৷ ক্ষমতার অলিন্দে সবাই থাকতে চায়৷ ক্ষমতার বিরুদ্ধে থাকা সবসময়ই মুশকিল৷ ‘

এদিকে দল বদলের পরই অর্জুন সিং অভিযোগ করেছেন, বিজেপি নেতারা ফেসবুকে রাজনীতি করেন৷ অর্জুনের এই অভিযোগের পরে পাল্টা তোপ দেগে দিলীপ বলেন, ‘ফেসবুকে রাজনীতি করলে তো বিজেপি নেতাদের বিরুদ্ধে এত মামলা হত না৷ অর্জুন সিং-এর বিরুদ্ধেও তো অনেক মামলা হয়েছে৷ আমার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের প্রতিটি কোর্টে মামলা আছে৷ বিজেপি যদি কিছু না করত তাহলে দল টার্গেট হত না৷ বিজেপি বাংলায় বিরোধী দল হত না।’’ এরপরই তিনি দাবি করেন, ‘উনি প্রশাসনের চাপ, অত্যাচার সহ্য করতে না পেরেই আত্মসমর্পণ করেছেন৷’

অর্জুনের দলবদল নিয়ে কথা বলতে গিয়ে ফের বঙ্গ বিজেপি-র ভিতরের আদি-নব্য দ্বন্দ্বের প্রসঙ্গ সামনে আনেন দিলীপ ঘোষ৷ আক্ষেপের সুরে তিনি বলেন, ‘২০১৯ সাল থেকে রাজ্যে দল দ্রুত বিস্তার লাভ করেছে। এই কাজের পিছনে যেসব কর্মীদের ভূমিকা ছিল তাঁদের ব্যাকফুটে চলে যেতে বাধ্য করা হয়েছে৷ আর যাঁদের ফ্রন্টফুটে আনা হয়েছিল তারাই চলে যাচ্ছেন।’

তবে অর্জুন সিং-ও বাবুল সুপ্রিয়র মতো সাংসদ পদে ইস্তফা দেবেন কি না, সে বিষয়ে তিনি বলেন, ‘‘সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, নৈতিকতার ব্যাপার৷ দল ছাড়লেন, প্রতীক ছাড়লেন, পদটাও ছাড়া উচিত৷ রাজনীতির মধ্যে নৈতিকতা নীতি ধীরে ধীরে কমে যাচ্ছে৷ এতে দলের লাভ-ক্ষতির চেয়ে রাজনীতির ক্ষতি বেশি হয়৷’’
অবশ্য অর্জুন দল ছাড়ায় নিজস্ব ভঙ্গিতেই দিলীপ বলেন, ‘এসেছিলেন স্বাগত, চলে যাচ্ছেন টা টা৷’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments