Saturday, April 27, 2024
spot_img
spot_img
Homeরাজনীতিওকে মেরে ফেলা হতে পারে, অনুব্রত নিরাপত্তা নিয়ে বিস্ফোরক দিলীপ

ওকে মেরে ফেলা হতে পারে, অনুব্রত নিরাপত্তা নিয়ে বিস্ফোরক দিলীপ

পিসি নিউজ বাংলা : অনুব্রত মণ্ডল অসুস্থ। এই কারণ দর্শিয়ে তিনি একাধিকবার এড়িয়েছেন সিবিআই তলব। গত শুক্রবারই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বীরভূমের দাপুটে এই তৃণমূল নেতা। তারপর থেকেই রয়েছেন বিশ্রামে।  সভাপতি অনুব্রত মণ্ডল। ইতিমধ্যেই তাঁর সিবিআই-এর ডাক পেয়ে বার বার অসুস্থ হওয়া নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা। এবার এই দাপুটে তৃণমূল নেতার নিরাপত্তা নিয়ে বিস্ফোরক বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। প্রকাশ্যে চরম আশঙ্কার বার্তার কথা জানালেন।

সোমবার দিলীপ বলেন, ‘‌হয় অনুব্রত সারাজীবন হাসপাতালে থাকবে নইলে জেলে। অনুব্রত জেলে থাকলে ঠিক আছে। নিরাপদে থাকবেন। হাসপাতালে থাকলে বাঁচার সম্ভাবনা কম। অনুব্রত অনেক মামলায় অভিযুক্ত। একটা চাবি হারিয়ে ফেললেই হল। তাই তথ্যপ্রমাণ লোপাটের জন্য ওঁকে মেরে ফেলা হতে পারে। সেই জন্য এখন নতুন চিন্তা আমাদের এটা যে ওই লোকটা যদি জেলে চলে যায় তাহলে প্রাণটা থাকবে, না হলে খুব সম্ভাবনা আছে বেঁচে না থাকার।’

উল্লেখ্য, এর আগে অনুব্রত মণ্ডলের প্রাণহানির আশঙ্কা করেছিলেন বিজেপির বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিধায়ক স্বপন মজুমদার। তিনি বলেছিলেন, ‘‌আমার মনে হয়, অনুব্রত মণ্ডল ফিরতে পারবেন না। ফিরলেই ওনাকে সিবিআইয়ের কাছে যেতে হবে। আর ওখানে গেলে সবার সব কিছু ফাঁস হয়ে যাবে।’‌
এদিকে দিলীপ ঘোষের এই বিস্ফোরক মন্তব্যের জবাবে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেছেন, ‘‌দিলীপবাবু যখন সব কিছুই জানেন তখন সিবিআইয়ের উচিত তাঁকে ডেকে জেনে নেওয়া। অনুব্রত মণ্ডলকে হত্যার পরিকল্পনা সম্পর্কেও দিলীপবাবুর কাছ থেকেই জেনে নেওয়া উচিত।’‌ এমনটাই জানিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments