Wednesday, May 15, 2024
spot_img
spot_img
Homeখেলাআরসিবির বিরুদ্ধে নাইটদের সম্ভাব্য প্রথম একাদশ পরিকল্পনা কী ? জেনে নিন

আরসিবির বিরুদ্ধে নাইটদের সম্ভাব্য প্রথম একাদশ পরিকল্পনা কী ? জেনে নিন

ভারতের টি টোয়েন্টি দলের পর আইপিএলে আরসিবি (RCB) দলের অধিনায়কত্বও এ বারের আইপিএলের পর ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন বিরাট কোহলি (Virat Kohli) । তাই সবার নজর আজ, আবু ধাবিতে কেকেআর বনাম আরসিবি (KKR vs RCB) ম্যাচের দিকেই থাকবে

আইপিএলে এ বছর প্রথম পর্বটা একেবারেই ভালো যায়নি কেকেআরের ।

পয়েন্ট টেবলে আপাতত ৭ নম্বর স্থানে রয়েছে নাইটরা । আমিরশাহীতে (UAE) টুর্নামেন্টের দ্বিতীয় দফায় তাই আজ থেকেই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামছে শাহরুখ খানের দল । শেষ সাত ম্যাচের পাঁচটিতে হেরে প্লে-অফের রাস্তা এখন বেশ কঠিন নাইটদের সামনে।

প্লে অফে যাওয়ার জন্য টুর্নামেন্টে নিজেদের বাকি সাত ম্যাচের মধ্যে অন্তত ৬টি-তে জেতাই এখন লক্ষ্য কলকাতা নাইট রাইডার্সের । কাজটা কঠিন হলেও অসম্ভব নয় । ম্যাচের আগের দিন নিজের দলের উদ্দেশে শাহরুখের বার্তা (Shahrukh Khan’s message for KKR), ”মনে রেখো তোমরা প্রত্যেকে একজন নাইট। শেষ পর্যন্ত লড়াই করো। এই আকাশ তোমাদের।”

এর পাশাপাশি সাকিব আল হাসান (Shakib Al Hasan) আজকের ম্যাচে নাইটদের প্রথম একাদশে সুযোগ পান কী না, সেদিকেও সবার নজর থাকবে । সুনীল নারিনের জায়গায় তাঁকে খেলানো হবে কী না, তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে । কারণ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজে দারুণ ফর্মে ছিলেন শাকিব । সেক্ষেত্রে তাঁকে খেলানোর কথা এদিনের ম্যাচে ভাবতেই পারে টিম ম্যানেজমেন্ট

আজ, আরসিবির বিরুদ্ধে খুব একটা পরীক্ষা-নিরীক্ষার রাস্তায় যে কেকেআর হাঁটবে না, তা নিশ্চিতভাবেই বলে দেওয়া সম্ভব । যে একমাত্র পরিবর্তন প্রথম একাদশে হতে পারে, প্যাট কামিন্সের অনুপস্থিতিতে টিম সাউদি এবং লকি ফার্গুসনের মধ্যে কোনও একজন সুযোগ পেতে পারেন । আপাতত যা অবস্থা, তাতে টিম সাউদিকেই প্রথম একাদশে দেখতে পাওয়ার সম্ভাবনা বেশি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments