Friday, May 3, 2024
spot_img
spot_img
Homeরাজ্যআপনার স্বাস্থ্য সাথী কার্ড একটিভ আছে তো? দেখে নিন এই পদ্ধতিতে

আপনার স্বাস্থ্য সাথী কার্ড একটিভ আছে তো? দেখে নিন এই পদ্ধতিতে

পিসি নিউজ বাংলা : রাজ্যবাসী সুবিধার্থে একগুচ্ছ প্রকল্প চালু করেছে তৃণমূল সরকার। একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের তরফে স্বাস্থ্য সাথী প্রকল্প ঘোষণা করা হয়। এই প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারের একজন মহিলার নামে এই স্বাস্থ্য সাথী কার্ড কবে দেওয়া হয়। সেই কার্ডে পরিবারের অন্যান্য সদস্যরা এই প্রকল্পের আওতাধীন চিকিৎসাব্যবস্থা পান।


তবে স্বাস্থ্য সাথী কার্ডের নির্দিষ্ট মেয়াদ রয়েছে। এ চিকিৎসা করার আগে আপনার স্বাস্থ্য সাথী কার্ডের মেয়াদ আছে কি না, তা জানা অত্যন্ত জরুরী। যদি মেয়াদ শেষ হয়ে থাকে তাহলে অবিলম্বে আপনার কার্ড রিনুয়াল করতে হবে।
জেনে নিন কীভাবে বুঝবেন আপনার স্বাস্থ্য সাথী কার্ড অ্যাক্টিভ আছে কিনা-
প্রথমে https://swasthyasathi.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে। যদি আপনার URN মনে থাকে তাহলে সরাসরি Card Verification অপশনে ক্লিক করুন। সেখানে ক্লিক করার পর নতুন একটি পেজ দেখতে পাবেন। পেজটিতে নির্দিষ্ট একটি বক্স দেওয়া হবে URN দেওয়ার জন্য। সেখানে URN দিয়ে সাবমিট করে দিলেই জানতে পারবেন আপনার কার্ড অ্যাক্টিভ আছে, না নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments