Saturday, September 14, 2024
spot_img
spot_img
Homeজেলাশিলিগুড়ি শান্তি নগরে দুষ্কৃতী হামলায় জখম বেশ কিছু এলাকা বাসী

শিলিগুড়ি শান্তি নগরে দুষ্কৃতী হামলায় জখম বেশ কিছু এলাকা বাসী

স্থানীয় সূত্রে জানা যায় ধারালো অস্ত্র দিয়ে শান্তি নগর এলাকায় এলাকা বাসির উপর হামলা করে ২০-২৫ জনের একটি দুষ্কৃতী দল। রবিবার রাত ১২ টার সময় বেশ কয়েকজন মদ্যপ অবস্থায় শান্তি নগরে একটি বাড়ির সামনে অভদ্র ভাষায় গালিগালাজ করতে শুরু করে। এই অবস্থা দেখে কিছু এলাকাবাসীরা তাঁদের বাধা দিলে পরবর্তীতে ২০-২৫ জনের একটি দুষ্কৃতী দল ধারালো অস্ত্র নিয়ে এসে স্থানীয়দের উপর হামলা চালায়। এই দুষ্কৃতীদের হাত থেকে রেহাই পায়নি এলাকার মহিলারাও। এই ঘটনায় বেশ কিছু জন আহত হয়েছেন। শুধু তাই নয় বেশ কিছু দুষ্কৃতী মহিলাদের থেকে স্বর্ণ অলংকারও ছিনতাই করে নেয় বলে অভিযোগ রয়েছে। এই ঘটনার পরে স্থানীয়রা একত্রিত হয়ে আশি ঘর ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এখনো পর্যন্ত কেউ ধরা পড়েনি। বর্তমানে এলাকায় চাঞ্চল্য রয়েছে এবং এলাকাবাসীরা আতঙ্কে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments