Tuesday, April 16, 2024
spot_img
spot_img
Homeজেলাআমতলা থেকে রাধানগর ঘাট যাবার রাস্তার বেহাল দশা, নজরবিহীন প্রশাসন, অভিনব প্রতিবাদ...

আমতলা থেকে রাধানগর ঘাট যাবার রাস্তার বেহাল দশা, নজরবিহীন প্রশাসন, অভিনব প্রতিবাদ শামীম মন্ডলের।

Pc News Bangla: মুর্শিদাবাদ জেলার নওদা থানার অন্তর্গত আমতলা থেকে রাধানগর ঘাট যাওয়ার রাস্তার অত্যন্ত বেহাল দশা, যাতায়াতের ভীষণ সমস্যা হচ্ছে সাধারন মানুষের, আমতলা থেকে রাধানগর ঘাটে যাওয়ার রাস্তায় পুলিশ স্টেশন থেকে শুরু করে চার থেকে পাঁচটি স্কুল আছে, স্কুলে যেতে হচ্ছে ছাত্র-ছাত্রীদের, কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশার জন্য ভুগতে হচ্ছে সাধারণ মানুষ ও ছাত্র-ছাত্রীদের, মাঝে মাঝেই বড় বড় গর্ত, বৃষ্টির জলে গর্তগুলো ভর্তি হয়ে থাকে, তাতে রাস্তার গর্তের গভীরতা বুঝতে অসুবিধা হয় সাইকেল যাত্রী ও মটর সাইকেল যাত্রীদের, যার জন্য যেকোনো মুহূর্তে দুর্ঘটনার কবলে পড়তে হয় পথচলতি মানুষকে এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে যানবাহন চলাচল করতে হচ্ছে এই রাস্তায়।
রাস্তার বেহাল দশার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য এক অভিনব কায়দায় প্রতিবাদ করেন এক ব্যক্তি। নওদা ও নওদাবাসী নামে একটি ফেসবুক গ্রুপে রাস্তার ছবি দিয়ে পোস্ট করেন,
শামীম মন্ডল নামের এক ব্যক্তি, তিনি সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ ফেসবুকে লেখেন, গুড নিউজ, যিনারা মাছ ধরতে পছন্দ করেন তাদের নিকট সুবর্ণ সুযোগ, আগামী কয়েকদিনের মধ্যেই পাটিকাবাড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন রাজ্য সড়কের উপরে মাছ ধরার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যিনারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান প্রশাসনের কাছে নাম নথিভুক্ত করুন। পি সি নিউস বাংলার পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ এবং একান্ত অনুরোধ রাখা হচ্ছে, অতি শীঘ্রহ এই রাস্তা মেরামত করুন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা, কর্মসূত্রে এই রাস্তা দিয়ে মুর্শিদাবাদ থেকে নদীয়া জেলা যেতে হয় অনেককেই, আবার কর্মসূত্রে নদীয়া জেলা থেকে মুর্শিদাবাদে আসতে অনেককেই, কর্মসূত্রে প্রতিনিয়তই এপার ওপার হতে হয় সাধারণ মানুষকে, নদিয়া-মুর্শিদাবাদের মেলবন্ধনের এই রাস্তার অত্যন্ত বেহাল দশার জন্য সমস্যায় সকল যাত্রী থেকে শুরু করে স্থানীয় দোকানদার এবং সাধারণ মানুষ।

এস এস হিউম্যান রাইটস ফাউন্ডেশনের জাতীয় কমিটির সদস্য প্রতাপ চুনারী মহাশয়, শামীম মন্ডলের সোশ্যাল মিডিয়ায় অভিনব কায়দায় প্রতিবাদী পোস্ট দেখে, ধন্যবাদ জ্ঞাপন করেছেন, তিনি বলেন, প্রায় জায়গায় রাস্তার কাজ চলছে কিন্তু কাজের গতি অত্যন্ত কম, তবে এই অভিনব কায়দায় প্রতিবাদী পোস্ট করার জন্য শামীম মন্ডল মহাশয়কে ধন্যবাদ জানাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments