যাত্রীবাহি বিমানে সাপ!
বিমান ওড়ার আগে এই ঘটনা নজরে আসতেই একটুর জন্য বেঁচে গেল কলকাতা থেকে মুম্বইগামী বিমানের যাত্রীরা।
এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার সন্ধেবেলা দমদম বিমানবন্দরে। ইন্ডিগোর একটি বিমান মধ্যপ্রদেশ থেকে যাত্রী নিয়ে এসে দমদম বিমানবন্দরে নামে। তারপর ওই বিমান দমদম থেকে মুম্বাই এ যাত্রী নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। বিমানকর্মীরা কাজ করতে গিয়ে দেখে বিমানের কার্গো বিভাগের সামনেই একটি সাপ। তারপর যাত্রীদের অন্য বিমানে পাঠানো হয়।
বন দপ্তরে খবর দেওয়া হয়। কয়েক ঘন্টার মধ্যেই বনদপ্তরের লোকেরা সাপ টিকে উদ্ধার করে বনদপ্তরে নিয়ে যান।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বিমানবন্দরে। কী ধরনের সাপ? সাপটি কোথা থেকে এসেছে? তা এখনো জানা যায়নি। সাপটিকে উদ্ধার করার পর নিয়ম মেনে বিমানটি সম্পূর্ণ স্যানিটাইজ করা হয়েছে। পুরো বিমানের তল্লাশি চালায় বিমান কর্মীরা। কলকাতায় অবতরণের পর কেন সাপটি কারও নজরে এল না কেন এই নিয়ে প্রশ্ন উঠছে?