Wednesday, April 24, 2024
spot_img
spot_img
Homeরাজ্যঅয়েল ট্যাঙ্কার মালিক সংগঠনের ডাকা ধর্মঘটের জেরে হাওড়ায় বৃহস্পতিবার থেকে পেট্রল এবং...

অয়েল ট্যাঙ্কার মালিক সংগঠনের ডাকা ধর্মঘটের জেরে হাওড়ায় বৃহস্পতিবার থেকে পেট্রল এবং ডিজেল সরবরাহ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেল ।

অয়েল ট্যাঙ্কার মালিক সংগঠনের ডাকা ধর্মঘটের জেরে হাওড়ায় বৃহস্পতিবার থেকে পেট্রল এবং ডিজেল সরবরাহ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেল ।

এই ধর্মঘট যদি না ওঠে তাহলে খুব তাড়াতাড়ি কলকাতা-সহ একাধিক জায়গায় তেলের আকাল তৈরি হওয়ার আশঙ্কা দেখা দেবে।

ওয়েস্ট বেঙ্গল পেট্রল ডিলার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ সেন বলেন, ‘‘বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই কলকাতা এবং হাওড়ার পাম্পগুলি ড্রাই হতে শুরু করবে বলে মনে হচ্ছে। সকাল থেকে হাওড়ার মৌরিগ্রামে ইন্ডিয়ান অয়েল ডিপোতে ট্যাঙ্কার মালিকরা পেট্রল এবং ডিজেলের গাড়িগুলি রিফিল করেননি। ফলে হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়ার একাংশে তেল সরবরাহ করা যায়নি।’’

অ্যাসোসিয়েশনের সম্পাদক রাজকুমার চট্টোপাধ্যায় বলেন, “প্রায় ৬০টি চুক্তিবদ্ধ তেলবাহী ট্যাঙ্কারকে ইতিমধ্যেই বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার উপর ভাড়াও কমিয়ে দেওয়ায় সমস্যায় পড়ছি আমরা।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments