Thursday, June 13, 2024
spot_img
spot_img
Homeখবরদুর্ঘটনার হাড় হিম করে দেওয়ার ভিডিও প্রকাশ্যে এলো, দেখুন সেই ভয়াবহ ...

দুর্ঘটনার হাড় হিম করে দেওয়ার ভিডিও প্রকাশ্যে এলো, দেখুন সেই ভয়াবহ ভিডিও।

২৪ ঘন্টার মধ্যে গতির বলি দুই।

কালনার S T K K সড়কে পৃথক দুর্ঘটনায় মৃত্যু হলো দুই জনের,এই দুর্ঘটনার হাড় হিম করে দেওয়ার ভিডিও প্রকাশ্যে এলো।

পৃথক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হলেও বাকি আরও দুইজন গুরুতর আহত হয়েছেন,তাদের বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করাহয়, গতকাল ভোরবেলা মাছ কিনে ফেরার সময় নিয়ন্তন হারিয়ে দ্রুত গতিতে একটি গাড়ি ফুটপাতে এসে তিন পথ চারীকে সজোরে ধাক্কা মারলে ঘটনা স্থলে এক জনের মৃত্যু হয়,গুরুতর আহত হয় দুই জন,ঘটনাটি ঘটে কালনার মধপুর গ্রামে।স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাধপুর গ্রামীণ হসপিটালে ভর্তি করলে তাদের বর্ধমান মেডিক্যাল কলেজে রেফার করাহয়,বাড়ি একজন মহিলার ঘটনা স্থলে মৃত্যুহয়,অন্যদিকে একই রাস্তায় গতকাল রাতে কালনার ধাত্রী গ্রামে ফের দুর্ঘটনায় এক জনের মৃত্তু হয়,দুটি দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে কালনা সুপার স্পেশালিটি ও মহকুমা হসপিটালে পাঠায় কালনা পুলিশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments