দুর্গাপুর জাতীয় সড়কের সিঙ্গুরে দুটি গাড়ির সংঘর্ষ। ঘটনায় আহত তিনজন। বুধবার ভোরবেলা দুর্ঘটনাটি ঘটে সিঙ্গুরের রতনপুরে বর্ধমান-ডানকুনি মুখে লেনে।। ঘটনাস্থলে সিঙ্গুর থানার পুলিশ।।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোরবেলা একটি ছাই বোঝাই ডাম্পার ডানকুনির দিকে যাবার সময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি আমলকি বোঝাই ট্রাকের পিছনে সজরে ধাক্কা মারে। ঘটনার পরেই আমলকি গাড়ি টি রাস্তার ধারে উল্টে যায় । এবং ছাই বোঝাই ডাম্পারটিও রাস্তার উপর উল্টে যায়। ঘটনায় দুটি গাড়ির চালক ও খালাসী সহ তিনজন আহত হয়। তাদের মধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় সিঙ্গুর গ্ৰামীন হাসপাতালে ভর্তি করে পুলিশ । যদিও তাদের শারীরিক অবস্থা স্হিতিশীল বলে জানা গেছে।। ঘটনার সময় সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হলে ও এখন যান চলাচল স্বাভাবিক আছে।।