Thursday, April 25, 2024
spot_img
spot_img
Homeখবরবড়সড় বিপদের হাত থেকে বাঁচেন টোটো চালক এবং তিন অন্তঃস্বত্ত্বা।

বড়সড় বিপদের হাত থেকে বাঁচেন টোটো চালক এবং তিন অন্তঃস্বত্ত্বা।

পূর্ব বর্ধমান জেলার মেমারির ইলামপুরের লেভেল ক্রসিংয়ের একটি টোটো রেল লাইনে গুরুতর ভাবে আটকে পড়ে। টোটোতে ছিলেন তিনজন অন্তঃস্বত্ত্বা মহিলা। তাঁরা মেমারি গ্রামীন হাসপাতালে চিকিৎসা করিয়ে বাড়ি ফিরছিলেন। ট্রেন আসার খবর পেয়েও লেভেল ক্রসিংয়ের গেট ফেলতে পারছিলেন না দায়িত্বে থাকা কর্তব্যরত গেট কিপার, মেমারি পুরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী ওই পথ দিয়ে যাচ্ছিলেন।

কোনরকমে প্রাণে বাঁচলেন টোটো চালকসহ তিন অন্তঃসত্ব মহিলা।

তিনি ঘটনাটি দেখে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থলে থাকা এক ব্যক্তির সাহায্য নিয়ে রেল লাইনে ফেঁসে যাওয়া টোটোটিকে লাইন পার করিয়ে দেন এবং অত্যন্ত প্রাণনাশক বিপদের হাত থেকে বাঁচতে সাহায্য করেন। বড়সড় বিপদের হাত থেকে বাঁচেন টোটো চালক সহ তিন অন্তঃস্বত্ত্বা।স্বপন বিষয়ী বলেন, মেমারি এলাকায় এলাকায় থাকা, রেলের তিনটি লেভেল ক্রসিংই মরণ ফাঁদে পরিণত হয়েছে।

যার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধাারণ মানুষকে, যেকোনো সময় বড়সড় দুর্ঘটনা কবলে পড়তে পারে যাত্রীরা, এবং যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়ে এলাকার বাসিন্দারা। লেভেল ক্রসিংগুলি দ্রুত মেরামতির জন্য রেল দপ্তরকে জানাবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments