Monday, May 20, 2024
spot_img
spot_img
Homeপশ্চিমবঙ্গকারণ আছে বাবু, তুমি কী করে বুঝবে সে কথা, মাধ্যমিকের ইতিহাস খাতায়...

কারণ আছে বাবু, তুমি কী করে বুঝবে সে কথা, মাধ্যমিকের ইতিহাস খাতায় উত্তর পরীক্ষার্থীর

পিসি নিউজ বাংলা : এ বছর মাধমিকের ইতিহাস পরীক্ষায় প্রশ্ন এসেছে— নবগোপাল মিত্র কে ছিলেন? ৩ দাগের ১১ নম্বর প্রশ্ন ছিল এটি। উত্তরে এক ছাত্র লিখেছে, ‘গোপাল ভাঁড়ের দাদুর বাবার মামা ছিলেন নবগোপাল মিত্র’। পরীক্ষার খাতা দেখতে গিয়ে এমন উদ্ভট তথ্য পেলেন পরীক্ষক। উত্তর দেখে পরীক্ষক হাসবেন, নাকি কাঁদবেন! চক্ষু চড়কগাছ তাঁর। অবশ্য শুধু এই প্রশ্নটিই নয়। তার খাতাজুড়েই রয়েছে এমনই সব উদ্ভট উত্তর।
উত্তরপত্রে জায়গা করে নিয়েছে জনপ্রিয় সিনেমার নাম। প্রশ্ন ছিল, জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়? সেই পরীক্ষার্থী তার উত্তরে লিখেছে, ‘পুষ্পা… পুষ্পারাজ ঝুঁকেগা নেহি। লর্ড শেকলে ইংরেজদের লোক, ভারতের দুশমন। সে কারণেই তাঁকে এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যাবে না’। রয়েছে আরও অবাক করা উত্তর। নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা বোঝাতে গিয়ে সে তুলে ধরেছে হিন্দি গানের কলি। বিদ্যাসাগরের শার্ট-প্যান্টকে ‘বিদ্যাসাগর শার্ট’ বলে অভিহিত করেছে ওই পরীক্ষার্থী। খাতা ভরা শুধুই চমক। কয়েকটি প্রশ্নের উত্তরে আবার পরীক্ষককে ‘বাবু’ বলেও সম্বোধন করেছে ছাত্রটি। স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? এর উত্তরে সে লিখেছে, ‘তার কারণ আছে, বাবু তুমি কি বুঝবে সে সব কথা?’ ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়, এই প্রশ্নেরও একই উত্তর দিয়েছে সে।

তবে প্রতিটি প্রশ্নের উত্তরে হাবিজাবি লিখলেও সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব বোঝাতে পারেনি ওই পরীক্ষার্থী। পরীক্ষায় দু’-তিনটি বাক্যে সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব বোঝাতে বলা হয়েছিল। উত্তরে পরীক্ষার্থী লিখেছে, ‘সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব অনেক। লিখে, এঁকে ও বলে তা বোঝানো যাবে না’। এমন খাতা ‘শূন্য’ বসাতে পারেননি ওই পরীক্ষক। জটিলতা এড়াতেই এক নম্বর দিয়ে দায় এড়িয়েছেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষক বলেন, মাধ্যমিকের পরীক্ষায় এই ধরনের উত্তর খুবই চিন্তার বিষয়। ছাত্রটি কি নিছক রসিকতা করতেই এমন উত্তর লিখেছে, নাকি পরীক্ষার প্রস্তুতিতেই খামতি থেকে গিয়েছে?

শিক্ষকদের একাংশের মতে, আসলে দীর্ঘ দু’বছর স্কুল বন্ধ থাকায় পড়াশোনার অভ্যাস চলে গিয়েছে অনেকের। তাছাড়া অনলাইনে ক্লাস করার সময় বড়জোর ১০-১২ শতাংশ পড়ুয়া তাতে অংশ নিত। গ্রামের দিকে অনেক বাড়িতেই স্মার্ট ফোন নেই। আবার অনেক গ্রামে ইন্টারনেট পরিষেবা শহরের মতো সহজলভ্য নয়। এর পাশাপাশি লকডাউনের সময় সিংহভাগ পড়ুয়া বই থেকে বিছিন্ন হয়ে বিভিন্ন পেশার কাজেও যুক্ত হয়ে পড়েছে। যার প্রভাব পড়েছে পরীক্ষার খাতায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments