Tuesday, April 30, 2024
spot_img
spot_img
HomeকলকাতাSSC Scam:অর্পিতার ফ্লাটে আটকে রয়েছে নয়টি কুকুর, উদ্ধারের অনুরোধ প্রতাপ চুনারী।

SSC Scam:অর্পিতার ফ্লাটে আটকে রয়েছে নয়টি কুকুর, উদ্ধারের অনুরোধ প্রতাপ চুনারী।

টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথ আবাসনে অর্পিতার নামে থাকা একটি ফ্ল্যাটে বন্দি হয়ে রয়েছে ন’টি উন্নত প্রজাতির সারমেয় বা। যাদের সব মিলিয়ে দাম চার লাখ টাকার বেশি, এই কুকুর গুলি অর্পিতার দায়িত্বেই ছিল। জানা যাচ্ছে ওই সবকটি কুকুর পার্থ চট্টোপাধ্যায়ের, এমনটাই জানান ওই আবাসনের বাসিন্দারা, পার্থ এবং অর্পিতা ইডি হেফাজতে যাওয়ার পর থেকেই ওই ফ্ল্যাটে বন্দি রয়েছে ন’টি সারমেয়। ওই কুকুরগুলি কী খাচ্ছে? কীভাবে বেঁচে আছে সে খবর নেওয়ার কেউ নেই, কী অবস্থায় রয়েছে ওই কুকুরগুলি? না খেয়ে বেঁচে আছে তো? ১৯তলার ওই দু’টি ফ্ল্যাটের মোট আয়তন বড়জোর ১,৬০০ বর্গফুট। দু’টি ফ্ল্যাটকে এক সঙ্গে জোড়া হয়েছে। তার মধ্যেই রয়েছে ন’টি সারমেয়, সংবাদ মাধ্যমের সহযোগিতায় জানা যায়, ওই সারমেয়গুলির মধ্যে একটি রটওয়েলার, একটি ইংলিশ বুলডগ, একটি ফ্রেঞ্চ বুলডগ।
SSC Scam:অর্পিতার ফ্লাটে আটকে রয়েছে নয়টি কুকুর, উদ্ধারের অনুরোধ প্রতাপ চুনারী।তা ছাড়াও রয়েছে একটি করে পাগ এবং বিগ্‌ল প্রজাতির কুকুর। রয়েছে দু’টি করে ল্যাব্রাডর এবং গোল্ডেন রিট্রিভার। ঘটনার খবর পেয়েই সারমেয়দের উদ্ধারের ব্যবস্থা নিয়েছেন সত্যের সন্ধানে হিউম্যান রাইট ফাউন্ডেশনের জাতীয় কমিটির সদস্য প্রতাপ চুনারী মহাশয়, তিনি রাজ্যের প্রাণী সম্পদ মন্ত্রী মাননীয় স্বপন দেবনাথের কাছে মেইলের মাধ্যমে সমস্ত বিষয়টি জানান, তিনি প্রাণিসম্পদ মন্ত্রী স্বপন দেবনাথকে লেখেন, কুকুরগুলো কোন অন্যায় করেনি, ওদের এইভাবে ঘরবন্দি থাকা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, খাবার বা জল কিছুই পাচ্ছে না তারা, আদৈ সবগুলো বেঁচে আছে কিনা তারও ঠিক নেই, অবলা প্রাণীদের উদ্ধারের ব্যবস্থা করার অনুরোধ রইলো।

 

 

 

দেশের ১৫তম রাষ্ট্রপতি পদে দ্রৌপদি মুর্মু

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments