Tuesday, April 16, 2024
spot_img
spot_img
Homeদেশদেশের ১৫তম রাষ্ট্রপতি পদে দ্রৌপদি মুর্মু

দেশের ১৫তম রাষ্ট্রপতি পদে দ্রৌপদি মুর্মু

পিসি নিউজ বাংলা : দেশের পঞ্চদশ রাষ্টপতি পদে নির্বাচিত হলেন আদিবাসী মহিলা সম্প্রদায়ের প্রতিনিধি দ্রৌপদি মুর্মু। নিকটতম প্রতিদ্বন্দ্বী তথা বিরোধী দলীয় প্রার্থী যশবন্ত সিনহা-কে পিছনে ফেলে বৃহস্পতিবার ইতিহাস গড়লেন তিনি। ২৫ জুলাই রাষ্ট্রপতি পদে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু।

কেন্দ্রীয় সূত্র অনুযায়ী, দ্রৌপদি মুর্মুর প্রাপ্ত ভোটের মূল্য ৫ লক্ষ ৭৭ হাজার ৭৭৭ এবং যশবন্ত সিনহার প্রাপ্ত ভোটের মূল্য ২ লক্ষ ৬১ হাজার ৬২। কেন্দ্রীয় সূত্র অনুযায়ী বিরোধী দলের মোট ১৭ জন সাংসদ ক্রস ভোট করেছেন। এছাড়াও ১৫টি ভোট বাতিল হয়। তবে গণনার প্রথম থেকেই বড়সড় মার্জিনে এগিয়ে ছিলেন দ্রৌপদি। মোট সাংসদদের ভোট ৭৬৩টি। মোট ভোটের মূল্য ৫ লক্ষ ২৩ হাজার ৬০০। দ্রৌপদি মুর্মু ৫৪০ জন সাংসদের ভোট পেয়েছিলেন। তাঁর প্রাপ্ত ভোটের মূল্য ছিল ৩ লক্ষ ৭৮ হাজার। অন্যদিকে যশবন্ত সিনহা ২০৮ জন সাংসদের ভোট পেয়েছিলেন। তাঁর প্রাপ্ত ভোটের মূল্য ছিল ১ লক্ষ ৪৫ হাজার ৬০০।

জানা গিয়েছে, এদিন প্রাথমিক ভোট গণনা শেষ হওয়ার পরেই দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানাতে তিনমূর্তি মার্গে অস্থায়ী বাসভবন ৪ নম্বর বাংলোয় পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর একে একে সেখানে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির সম্পূর্ণ মন্ত্রিসভা। বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, স্পিকার ওম বিড়লা, উপ রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু সহ কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্যরা এবং অন্যান্য বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। অন্যদিকে দুপুরে প্রথম রাউন্ড গণনার সময় থেকে দ্রৌপদির এগিয়ে থাকার খবর ছড়াতেই সারা দেশজুড়ে শুরু হয় উৎসবের আবহ। নাচে গানে মুখরিত হয়ে ওঠেন আদিবাসী এবং জনজাতি সম্প্রদায়ের মানুষেরা। আদিবাসী জনজাতি সম্প্রদায় থেকে আগত দেশের প্রথম রাষ্ট্রপতি দ্রৌপদীর নির্বাচন ঘিরে শুরু হয় আনন্দে গা ভাসানোর পালা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments