Monday, April 29, 2024
spot_img
spot_img
HomeখবরBSF: বিএসএফ সীমান্তে দালালসহ বাংলাদেশী মহিলাকে আটক করেছে

BSF: বিএসএফ সীমান্তে দালালসহ বাংলাদেশী মহিলাকে আটক করেছে

Pc News Bangla: (জেলা-উত্তর ২৪ পরগনা)
২৫ শে জুলাই, ২০২২ এর প্রায় ২০০০ টায়, সীমা চৌকি হাকিমপুর, ১১২ ব্যাটালিয়নের জওয়ানরা এক সন্দেহভাজন বাইক আরোহীকে একজন মহিলার সাথে যেতে দেখে। বাংলাদেশ থেকে ভারতগামী ওই বাইকটিকে আটক করে সন্দেহভাজনকে শনাক্ত করার জন্য তল্লাশি করা হলে ওই মহিলা তার পরিচয়পত্র দেখাতে পারেননি। জিজ্ঞাসাবাদে ওই মহিলা স্বীকার করেন যে তিনি একজন বাংলাদেশি নাগরিক এবং আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে আসছিলেন। তিনি আরও প্রকাশ করেন যে এই ব্যক্তি (বাইক আরোহী) তাকে এই কাজে সহায়তা করছিল।
এনজিও স্যালাপের সহায়তায় পুঙ্খানুপুঙ্খ তদন্তের পরে দেখা গেছে যে মামলাটি মানব পাচারের সাথে সম্পর্কিত নয়।
গ্রেফতারকৃত মহিলা ও দালালকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্বরূপনগর থানায় হস্তান্তর করা হয়েছে। সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে যে বিএসএফ মানব পাচারের বিরুদ্ধে দৃঢ়ভাবে কাজ করছে এবং এই ধরনের চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো অবস্থাতেই রেহাই দেওয়া হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments