Saturday, April 27, 2024
spot_img
spot_img
Homeখবর১০০ দিনের বিকল্প কাজের ব্যবস্থা করতে সব দপ্তরকে নির্দেশ দিলেন মুখ্যসচিব এইচ...

১০০ দিনের বিকল্প কাজের ব্যবস্থা করতে সব দপ্তরকে নির্দেশ দিলেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী।

জেলাশাসকরা সব দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে জবকার্ডধারী অদক্ষ শ্রমিকদের কাজের ব্যবস্থা করে দেবে। পাশাপাশি যাদের জবকার্ড রয়েছে তাঁরা কী ধরনের কাজ পেয়েছেন, কতদিনের কাজ পেয়েছেন সমস্ত তথ্য www.wbdeptemployment.in পোর্টালে দিয়ে দিতে হবে।

 

প্রশাসনের এক শীর্ষকর্তার জানিয়েছেন, ১০০ দিনের জবকার্ডধারীরাই বিকল্প কাজ পাচ্ছেন কিনা এবং তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই টাকা ঢুকছে কিনা তা নিশ্চিত করতেই এই পোর্টালে তথ্য নথিভুক্ত করা প্রয়োজন।

এই বিকল্প কার্ড জবকার্ডধারীরা যাতে ঠিকমত পান তা দেখার জন্য প্রত্যেক দপ্তরকে একজন নোডাল অফিসার নিয়োগ করার নির্দেশ দিয়েছেন। এছাড়াও যে সমস্ত অদক্ষ শ্রমিক বিকল্প কাজ পাবেন তাঁদের জবকার্ড না থাকলে করে দিতে হবে।

 

যে সব দপ্তরের কাজ দক্ষ শ্রমিকরাই করেন, সেই সেই দপ্তরগুলিতে যাতে অদক্ষ শ্রমিকরাও কাজ পান তা দেখতে হবে। যেমন রাস্তা তৈরির ক্ষেত্রে ঠিকাদাররা মূলত: দক্ষ শ্রমিকদেরই কাজে নেন। কিন্তু ইট বয়ে আনা, মাটি কাটা, জল বয়ে আনার কাজ অদক্ষ শ্রমিকদের দিয়েই করাতে হবে। ইতিমধ্যেই প্রায় ৩০ লক্ষ জবকার্ডধারী বিকল্প কাজের সঙ্গে যুক্ত হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments