Sunday, April 28, 2024
spot_img
spot_img
Homeখবরসি সি টি ভি ক্যামেরা লোকাল বাসে।

সি সি টি ভি ক্যামেরা লোকাল বাসে।

সি সি টি ভি ক্যামেরা লোকাল বাসে।

অভিজিৎ হাজরা , আমতা , হাওড়া।

গ্ৰামীণ হাওড়া জেলার আমতা ২ নং ব্লকে আছে দু ‘ টি বাসস্ট্যান্ড। একটি বাসস্ট্যান্ড ঝিখিরায়। এই বাসস্ট্যান্ড থেকে ঝিখিরা – হাওড়া, ঝিখিরা – করুনাময়ী বাস যাতায়াত করে।অপর বাসস্ট্যান্ডটি জয়পুর মোড়ে। এই বাসস্ট্যান্ড থেকে জয়পুর – বাগনান বাস যাতায়াত করে। ঝিখিরা – হাওড়া এবং ঝিখিরা – করুনাময়ী বাস জয়পুর মোড় হয়ে গন্তব্যস্থলে যাতায়াত করে।
জয়পুর – বাগনান বাস রুটে ঊনিশ টি বাস থাকলেও বর্তমানে ষোল টি বাস যাতায়াত করছে বলে জানালেন এই বাস রুটের এসটাটার কাশীনাথ কাঁঠাল। এই বাস স্ট্যান্ড থেকে বাগনান এন ডি ব্লকের বাসিন্দা আলকাশ হোসেন এর দু ‘ টি বাস যাতায়াত করে। তিনি তাঁর দু ‘ টি বাসে সি সি টি ভি ক্যামেরা লাগিয়েছেন।
পশ্চিমবঙ্গের গ্ৰাম বাংলায় লোকাল বাসে সি সি টি ভি ক্যামেরা লাগানো একটি বিরলতম ঘটনা বলে জানালেন পশ্চিমবঙ্গ বাই সাইকেল টুরিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ডঃ অনিন্দগোপাল মিত্র।এক বাসযাত্রী প্রতিভাবান শিক্ষার্থী সিরাজাম মনিরা বলেন,’ আমাদের প্রিয় মাতৃভূমি ভারতবর্ষের স্বাধীনতার এত বছর পর যাত্রী সাধারণের নিরাপত্তার কথা ভেবে এই রুটের এক বাস মালিক যে তাঁর দু ‘ টি বাসে সি সি টি ভি ক্যামেরা লাগিয়েছেন তাঁর জন্য ওনাকে অনেক অনেক শুভেচ্ছা। ওনার শুভ কামনা করি ‘ । সিরাজাম মনিরা আরো ও বলেন, এই বাস মালিকের দেখানো পথে আরো বেশি বেশি করে অন্য বাস মালিকরা এগিয়ে আসবেন বলে আশা করছি।এই প্রসঙ্গে জয়পুর – বাগনান রুটের দু ‘ টি বাসের মালিক যিনি তাঁর বাস দু ‘ টি তে সি সি টি ভি ক্যামেরা লাগিয়েছেন সেই বাস মালিক আলকাশ হোসেন বলেন, ” যাত্রী সাধারণের নিরাপত্তার কথা আমি ভেবেছি।বাসে যাতে কোনো রকম অসামাজিক কাজ না হয় সেই বিষয়ে চিন্তা ভাবনা করেছি।বাসে কোনো ও যাত্রী অসুস্থতা সহ অন্য কোন সমস্যায় পড়লে যাতে তৎক্ষণাৎ সমস্যার সমাধান পায় সেই দিকটার কথা চিন্তা ভাবনা করেই আমি আমার বাস দু ‘ টি তে সি সি টি ভি ক্যামেরা লাগিয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments