Friday, April 26, 2024
spot_img
spot_img
Homeখবরসরকারের কাছে ক্ষতিপূরণ চেয়ে আবেদন পাট ও কলা চাষী আবুল শেখের।

সরকারের কাছে ক্ষতিপূরণ চেয়ে আবেদন পাট ও কলা চাষী আবুল শেখের।

ঘূর্ণিঝড় ইয়াশের পর থেকেই প্রত্যেকদিনই মাঝে মাঝে চলছে হালকা থেকে মিডিয়াম বৃষ্টি।মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে চলছে বৃষ্টি, এই প্রত্যেকদিন বৃষ্টির ফলে পাট চাষিদের মাথায় হাত।

মুর্শিদাবাদ জেলার নওদা থানার অন্তর্গত মধুপুর কুঠিরপাড়া এলাকার আবুল শেখ নামে একজন চাষী জানান, গত ঝড় ইয়াসের কারণে দু’শোর বেশি কলা গাছ ভেঙে পড়েছে আবার এই প্রত্যেকদিন বৃষ্টি হওয়ার কারণে পাটের বাড়বাড়ন্ত কমে যাচ্ছে, আমরা চাষিরা খুব অসুবিধার মধ্যে আছি, এমনিতেই লকডাউন নানান সমস্যায় জর্জরিত এরই মধ্যে প্রাকৃতিক দুর্যোগের কারণে চাষের ভীষণ ক্ষতি হচ্ছে, সরকার যেন আমাদের মত চাষিদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় এই আমাদের একমাত্র আবেদন।

এর আগে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির জন্য সরকারের তরফ থেকে কোনো রকম সুযোগ-সুবিধা পায়নি বলে জানান চাষী আবুল শেখ, তিনি আরো বলেন, আমরা মানুষের খাবারের যোগান দিয় কিন্তু আমাদের সুবিধা-অসুবিধা দেখার কেউ নেই, তাই আমাদের মত চাষীদের সরকারি ক্ষতিপূরণের আশা রাখছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments