Friday, April 26, 2024
spot_img
spot_img
Homeরাজ্যশিক্ষায় উত্‍সাহ দিতে কল্পতরু মমতা: ছাত্রছাত্রীদের ব্যাঙ্কে প্রতি মাসে টাকা,

শিক্ষায় উত্‍সাহ দিতে কল্পতরু মমতা: ছাত্রছাত্রীদের ব্যাঙ্কে প্রতি মাসে টাকা,

এতদিন মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিকে ৭৫ শতাংশ নম্বর পেলে তবেই পাওয়া যেত এই বৃত্তির টাকা। তবে এবার থেকে ৬০ শতাংশ নম্বর পেলেই স্কলারশিপের টাকা পাবে ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

স্কলারশিপের আওতায় ছাত্রছাত্রীরা মাসিক ১০০০ থেকে ৮০০০ টাকা পর্যন্ত পেত। পারিবারিক আয় এবং অন্য সমস্ত তথ্য খতিয়ে দেখে সেই টাকা দিত রাজ্য। এবার আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রী যাতে পড়াশোনায় আগ্রহী হতে পারে এবং আর্থিক সমস্যা যাতে কোনওভাবেই পড়াশোনার অন্তরায় হয়ে না দাঁড়ায় সে জন্যই এই ঘোষণা করলেন মমতা ব্যানার্জি। রাজ্যের ছেলেমেয়দের উচ্চশিক্ষার জন্য এবার আরও উদ্যোগী হল রাজ্য।

একাধিক সামাজিক প্রকল্পে রাজ্যবাসীর মন জয় করেছেন। আর এবার ছাত্রছাত্রীদের মন জয়ে কল্পতরু মুখ্যমন্ত্রী। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার থেকে ছাত্র-ছাত্রীদের মাসে মাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে টাকা। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলার্শিপ এর অধীনে এবার আরও বেশি সংখ্যক ছাত্র-ছাত্রীদের বৃত্তি দেবে রাজ্য সরকার।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments