Friday, May 3, 2024
spot_img
spot_img
Homeখবররূপচর্চাতেও ব্যবহার করতে পারেন নারকেলের জল, নিমেষে উজ্জ্বল হবে ত্বক

রূপচর্চাতেও ব্যবহার করতে পারেন নারকেলের জল, নিমেষে উজ্জ্বল হবে ত্বক

পিসি নিউজ বাংলা : বর্তমানে প্রতিযোগিতার যুগে দাঁড়িয়ে রয়েছি আমরা। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই নানা কাজে ব্যস্ত হয়ে পড়ি সবাই। চলে রাত পর্যন্ত। এত ব্যস্ত সময়ে রূপচর্চা করার ফুরসত কোথায়? তাই চটপট কেনা প্রোডাক্ট দিয়ে চলে রূপচর্চা। কিন্ত প্রোডাক্টগুলোর মধ্যে অনেক প্রোডাক্ট এমন থাকে যেগুলো আমাদের প্রাত্যহিক জীবনে ত্বকে খারাপ প্রভাব ফেলতে পারে। তাই, আমাদের যতটা সম্ভব প্রাকৃতিক উপাদানের ওপর নির্ভর করা উচিত। প্রাকৃতিক উপাদানের মধ্যে নারকেলের জলের জুড়ি মেলা ভার।
নারকেলের জল শুধু স্বাস্থ্যের জন্যই নয়, ত্বকের জন্যও খুব উপকারী৷ রিঙ্কল, পিগমেন্টেশন-সহ একাধিক সমস্যাকে দূরে রাখে নারকেলের জল৷ এই পানীয়ের ইলেকট্রোলাইট উপাদান আমাদের ত্বককে মসৃণ করে৷ ফলে দেখায় উজ্জ্বল ও তরতাজা।
রূপচর্চাতেও ব্যবহার করতে পারেন নারকেলের জল, নিমেষে উজ্জ্বল হবে ত্বকনারকেলের জলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড। যা ত্বককে শুষ্ক হয়ে পড়া থেকে রক্ষা করে ৷ ক্লেঞ্জার হিসেবেও নারকেলের জল ব্যবহার করলে রাতারাতি উপকার পাওয়া যায় ৷ তুলোর বলে নারকেলের জল লাগিয়ে ভাল করে মুখ মুছে নিন। দেখবেন খুব তাড়াতাড়ি ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে৷
মেকআপ তুলতেও দারুণ কাজ করে নারকেলের জল। স্প্রে বটলে রেখে দিন নারকেলের জল৷ তার পর কটন ওয়াইপে লাগিয়ে নিয়ে মুখ মুছে নিন৷ সহজেই প্রসাধনী উঠে যাবে৷ পাশাপাশি ত্বকও ভাল থাকবে৷
২ চামচ নারকেলের জলে মেশান হাফ চামচ মধু৷ তাতে দিন অর্ধেক চামচ কাঁচা হলুদ বাটা৷ এবার ভালকরে মিশিয়ে নিন৷ এই মিশ্রণ ফেসমাস্ক হিসেবে মুখে লাগাতে পারেন৷ ১০ মিনিট মুখে রেখে ধুয়ে ফেলুন৷ আপনার ত্বকে ইনস্ট্যান্ট গ্লো নিজেই বুঝতে পারবেন। নারকেলের জল খুব ভাল টোনারের কাজ করে৷ রাতে ঘুমাতে যাওয়ার আগে তুলোর বলে নারকেলের জল লাগিয়ে মুখে মাখুন৷ সারারাত এভাবে রেখে দিন। সকালে উঠে মুখ ধুয়ে নিন ভাল করে৷ আপনার ত্বকের পরিবর্তন দেখে নিজেই অবাক হবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments