Wednesday, May 15, 2024
spot_img
spot_img
Homeকলকাতারাজ্যে কমল দৈনিক সংক্রমণ , কমেছে মৃত্যুও

রাজ্যে কমল দৈনিক সংক্রমণ , কমেছে মৃত্যুও

রাজ্যে কমল দৈনিক করোনা সংক্রমণ (Covid19)। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা (Corona in Bengal) সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৪২৭ জন। মৃত্যু হয়েছে ৩৩ জনের। পজিটিভিটি রেট নেমেছে ৬.০০ শতাংশে। রবিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ৭৫০ জন। সুস্থতার হার ৯৭.৩৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৫৭ হাজার ৮৫টি। রবিবারই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৫২ হাজার ৭৮৪ জন। এই নিয়ে দেশে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ৩ কোটি ৮৭ লক্ষ ১৩ হাজার ৪৯৪-এ। কমেছে দেশের সক্রিয় রোগীর সংখ্যাও। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৮ লক্ষ ৮৪ হাজার ৯৩৭। দেশের মোট আক্রান্তের ৪.৯১ শতাংশ।

কোন জেলায় কত আক্রান্ত এক নজরে

আলিপুরদুয়ার- গতকাল আক্রান্ত ১১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪০ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-১।

কোচবিহার- গতকাল আক্রান্ত ১৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯৪ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

দার্জিলিং- গতকাল আক্রান্ত ৩১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৬৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪২৫ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-১।

কালিম্পং- গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬১ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-০।

জলপাইগুড়ি- গতকাল আক্রান্ত ১৫৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৮৪ জন। মৃত্যু: শনিবার-২, রবিবার-২।

উত্তর দিনাজপুর- গতকাল আক্রান্ত ৭৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮১ জন। মৃত্যু: শনিবার-২, রবিবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৮১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬৬ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

মালদহ- গতকাল আক্রান্ত ১২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৪১ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

মুর্শিদাবাদ- গতকাল আক্রান্ত ৮২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২৩ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-১।

নদিয়া- গতকাল আক্রান্ত ২০৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৯৩ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-১।

বীরভূম- গতকাল আক্রান্ত ১৯২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৮৩ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-০।

পুরুলিয়া- গতকাল আক্রান্ত ৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪০ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-১।

বাঁকুড়া- গতকাল আক্রান্ত ৯৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪৭ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

ঝাড়গ্রাম- গতকাল আক্রান্ত ৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৫ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

পশ্চিম মেদিনীপুর- গতকাল আক্রান্ত ৯৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪৯ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

পূর্ব মেদিনীপুর- গতকাল আক্রান্ত ৮৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৬ জন। মৃত্যু: শনিবার-২, রবিবার-১।

পূর্ব বর্ধমান- গতকাল আক্রান্ত ১৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৭২ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-১।

পশ্চিম বর্ধমান- গতকাল আক্রান্ত ১২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৬৭ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-১।

হাওড়া- গতকাল আক্রান্ত ১১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় ১২০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৬৬ জন। মৃত্যু: শনিবার-২, রবিবার-৫।

হুগলি- গতকাল আক্রান্ত ১৫৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৬১ জন। মৃত্যু: শনিবার-৪, রবিবার-৪।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৪৩৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৭৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫৫৪ জন। মৃত্যু: শনিবার-১০, রবিবার-৬।

দক্ষিণ ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ২১২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৭৫ জন। মৃত্যু: শনিবার-৫, রবিবার-০।

কলকাতা- গতকাল আক্রান্ত ৪৫৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫২১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০৮৭ জন। মৃত্যু: শনিবার-৩, রবিবার-৮।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments