Saturday, April 27, 2024
spot_img
spot_img
Homeজেলামুর্শিদাবাদের হাসপাতালে আবারো চিকিত্‍সায় গাফিলতির অভিযোগে চিকিত্‍সক, নার্স ও নিরাপত্তা রক্ষীদের নিগ্রহের...

মুর্শিদাবাদের হাসপাতালে আবারো চিকিত্‍সায় গাফিলতির অভিযোগে চিকিত্‍সক, নার্স ও নিরাপত্তা রক্ষীদের নিগ্রহের অভিযোগ উঠল।

চিকিত্‍সায় গাফিলতির অভিযোগে চিকিত্‍সক, নার্স ও নিরাপত্তা রক্ষীদের নিগ্রহের অভিযোগ উঠল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
হাসপাতাল সূত্রে খবর, ১৭ অগাস্ট অতিরিক্ত রক্তক্ষরণের জেরে নবগ্রামের মহিলাকে সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করা হয়।
পরদিন তাঁকে স্থানান্তরিত করা হয় মহিলাদের মেডিকেল ওয়ার্ডে। কিন্তু এরপর গতকাল রাতে হাসপাতালেই মৃত্যু হয় বছর পঞ্চাশের ওই রোগীর।

হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, রোগীর মৃত্যুর আগেই ওয়ার্ডের মধ্যেই চিকিত্‍সক, নার্সকে মারধর করেন আত্মীয়রা। বাধা দিলে নিরাপত্তা রক্ষীদেরও নিগ্রহ করা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে আহত দুই নিরাপত্তা রক্ষী হাসপাতালে চিকিত্‍সাধীন। এই ঘটনায় রোগীর পরিবারের তিন মহিলা-সহ পাঁচজনকে গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ।

অন্যদিকে বর্ধমানের গুসকড়াতে এক তৃণমূল নেতার মৃত্যুতে চিকিত্‍সায় গাফিলতির অভিযোগ তুলে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটে। শনিবার রাতে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিত্‍সক, নার্স, কর্মীদের হেনস্থা করা হয় বলে অভিযোগ। জানা যায় বুকে যন্ত্রণা নিয়ে গুসকরার ওই স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছিল নেতা। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments