Tuesday, May 7, 2024
spot_img
spot_img
Homeখবরমহাসড়ম্বরে পালিত হচ্ছে মনস্কামনার মায়ের বাৎসরিক পুজো।

মহাসড়ম্বরে পালিত হচ্ছে মনস্কামনার মায়ের বাৎসরিক পুজো।

মহাসড়ম্বরে পালিত হচ্ছে মনস্কামনার মায়ের বাৎসরিক পুজো। আগামী দুদিন ধরে নানান উৎসবের মধ্য দিয়ে মনস্কামনা দেবী মাতার এই বাৎসরিক পুজো সম্পূর্ণ হবে। শুক্রবার সকালে এই বাৎসরিক পুজোকে ঘিরে ভক্তদের মধ্যে চরম উৎসাহ দেখা যায়। মহিলারা মাথায় কলসি নিয়ে নদীতে যান জল আনতে। শোভাযাত্রা সহকারে ভক্তেরা ঘটে জল আনার জন্য মহানন্দা নদী পর্যন্ত যান ।শোভাযাত্রায় ঢাক, ঢোল, কাসর, ঘন্টা নিয়েও ভক্তরা রাস্তায় নেমে পড়েন । প্রতি বছরের মতো এবছরও মনস্কামনা মায়ের পুজো উপলক্ষে প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। মালদা শহরের অতি প্রাচীন মন্দির হিসেবে পরিচিত মনস্কামনা দেবী মাতার মন্দির প্রতি মঙ্গল এবং শনিবার এই মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ে। এছাড়া বৈশাখ মাসে বিপুল ভক্তদের ভিড় হয়। বার্ষিক পুজো উপলক্ষে এদিন দেবী মনস্কামনার কাছে নিজেদের মঙ্গল কামনায় প্রচুর ভক্তেরা পুজো দেওয়ার জন্য ভিড় করেন।

বিজ্ঞাপন
                                          বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments