Saturday, April 27, 2024
spot_img
spot_img
Homeখবরমমতা ব্যানার্জীর নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য ভাবে আর্থিক বৃদ্ধি হয়েছে বলে তিনি...

মমতা ব্যানার্জীর নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য ভাবে আর্থিক বৃদ্ধি হয়েছে বলে তিনি আজ টুইটারে কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য দিয়েই অর্থনীতির মাপকাঠির বিভিন্ন ক্ষেত্র তুলে ধরেছেন।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জুটির সময় অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে দেশে বৃদ্ধির হার কমে গিয়েছে বলে অর্থমন্ত্রী অমিত  মিত্র দাবি করেছেন।

 

অন্যদিকে এই সময় রাজ্যে মমতা ব্যানার্জীর নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য ভাবে আর্থিক বৃদ্ধি হয়েছে বলে তিনি আজ টুইটারে কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য দিয়েই অর্থনীতির মাপকাঠির বিভিন্ন ক্ষেত্র তুলে ধরেছেন। তালিকায় গত অর্থবছরে দেশে জিডিপি বৃদ্ধির হার যেখানে ৪ দশমিক ১৮ শতাংশ হয়েছে সেখানে রাজ্যে তা সাত দশমিক ২৬ শতাংশ হয়েছে বলে উল্লেখ করেছেন।

 

শিল্পক্ষেত্রে জাতীয় স্তরে যেখানে বৃদ্ধির হার দশমিক ৯২ শতাংশ সেখানে রাজ্যে একই ক্ষেত্রে বৃদ্ধির হার ৫ দশমিক ৭৯ শতাংশে পৌঁছেছে বলে তিনি জানিয়েছেন। এছাড়াও পরিষেবা ও কৃষিক্ষেত্রে রাজ্যে বৃদ্ধির হার কেন্দ্রের থেকে অনেক এগিয়ে বলে অর্থমন্ত্রী দাবি করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments