Friday, April 26, 2024
spot_img
spot_img
Homeখবরবাসিন্দাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে কেন্দ্র সবরকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বাসিন্দাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে কেন্দ্র সবরকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

লোকসভায় ‘জম্মু-কাশ্মীর পুনর্গঠন সংশোধনী’ বিল অনুমোদিত হয়েছে। এই বিলে জম্মু-কাশ্মীর ক্যাডারদের সর্ব ভারতীয় এ.জি.এম.ইউ.টি. ক্যাডারের সঙ্গে সংযুক্ত করার কথা বলা হয়েছে।

জনস্বার্থে প্রচারিত

বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ বলেন, এন.ডি.এ. সরকার ক্ষমতায় আসার পর জম্মু কাশ্মীরে পঞ্চায়েতি রাজ চালু হয়েছে। ৭০ বছরে সেখানকার যে সমস্ত বাসিন্দা বিদ্যুৎ পরিষেবা পাননি, গত সাত মাসে তাঁদের কাছে সেই সুবিধে পৌঁছে গেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময়’ই জম্মু কাশ্মীরকে অগ্রাধিকার দিচ্ছেন এবং সেখানকার বাসিন্দাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে কেন্দ্র সবরকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দেশের স্বার্থেই, সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ বিলোপ করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং যথাসময়ে জম্মু-কাশ্মীরকে আবার রাজ্য হিসেবে ঘোষণা করা হবে ব’লেও তিনি আশ্বাস দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments