Friday, April 26, 2024
spot_img
spot_img
Homeখবরবারাকপুর ডাকাতি এবং হত্যাকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে নাগাড়ে প্রশ্ন তুলেছেন সাংসদ অর্জুন...

বারাকপুর ডাকাতি এবং হত্যাকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে নাগাড়ে প্রশ্ন তুলেছেন সাংসদ অর্জুন সিং।

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতেই দলের অন্দরমহলে সমালোচিত সাংসদ অর্জুন সিং বললেন ‘আমি দলের অনুগত সৈনিক’

বারাকপুর ডাকাতি এবং হত্যাকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে নাগাড়ে প্রশ্ন তুলেছেন সাংসদ অর্জুন সিং। বিজেপির টিকিটে সাংসদ হয়ে ফের তৃণমূলে ফেরা এই নেতা নানা ধরনের মন্তব্য করে বাংলার শাসক দলের অস্বস্তি বাড়িয়েছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে গিয়েছিল যে তিনি কোন দলের দিকে ঝুঁকে! বিজেপি আর তৃণমূল, এই দুই ‘নৌকা’ ধরেই কি চলছেন অর্জুন সিং? তার ব্যাখ্যা নিজেই দিলেন সাংসদ। জানালেন, যাই হয়ে যাক, তিনি তৃণমূল দলের অনুগত সৈনিক।
শুক্রবার রাতে এই মর্মে ইংরেজি, বাংলা ও হিন্দিতে একটি বার্তা দিয়েছেন অর্জুন সিং।

তিনি জানিয়েছেন, ”আমি দলের একজন অনুগত সৈনিক এবং শৃঙ্খলা মেনে চলা একজন কর্মী।” তাঁর স্পষ্ট কথা, বারাকপুরে নিরাপরাধ যুবকের হত্যাকাণ্ডে মর্মাহত হয়ে পুলিশ প্রশাসনকে তিনি বলেছেন কঠোর ব্যবস্থা নিতে। তাঁর এই বক্তব্য দল বা সরকারের নয়, এটাও দাবি করেছেন বারাকপুরের সাংসদ। একটি জনপ্রিয় বাংলা সংবাদমাধ্যমের খবর তুলে ধরে তিনি এই বার্তা দেন। বলেন, তাঁর সম্পর্কে সম্পূর্ণ মিথ্যে ধারনা তৈরি করা হয়েছে। বারাকপুরের ডাকাতি এবং খুনের ঘটনায় পুলিশকে নিশানা করে অর্জুন সিং বলেছিলেন, ভিভিআইপি নিরাপত্তা নিতে তাঁর লজ্জা হয়। তাঁর মন্তব্য ছিল, সাধারণ মানুষ গুলি খেয়ে মরছে আর অপরাধীদের নিরাপত্তা দেওয়া হচ্ছে। তিনি আরও অভিযোগ করে বলেন, জেল থেকে বসে ব্যবসায়ীদের হুমকি দেওয়া হয়। টাকা ছাড়াও গাড়ি চাওয়া হয়। কিন্তু পুলিশ এই বিষয়ে কিছুই করে না। আগে পুলিশের শারীরিক সক্ষমতা নিয়ে কটাক্ষ করেছিলেন সাংসদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments