Saturday, April 27, 2024
spot_img
spot_img
Homeদেশবাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ ১৫ জন জেএমবি জঙ্গি:- ।

বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ ১৫ জন জেএমবি জঙ্গি:- ।

বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে ১৫ জন জেএমবি জঙ্গি। তিন জন জেএমবি জঙ্গি কে গ্রেফতার করে এমনই এক চাঞ্চল‍্যকর তথ‍্য উঠে এসেছে। এই ধৃত ৩ জঙ্গিকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করেছে পুলিস। ১৪ দিনের পুলিসি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত।

জেরায় জানা গিয়েছে, সীমান্ত টপকে ভারতে ঢুকে কয়েকজন এ রাজ্যে গা ঢাকা দিয়েছে , আর বাকি জেএমবি জঙ্গি পালিয়ে গিয়েছে জম্মু-কাশ্মীর ও ওড়িশায়। পলাতক জেএমবি জঙ্গিদের খোঁজ শুরু করেছে কলকাতা পুলিসের এসটিএফ। মিকাইল খান ওরফে শেখ সাবির এবং ধৃত নাজিউর রহমান ওরফে জোসেফ রবিউল ইসলামকে রবিবার থেকেই জেরা করেছেন তদন্তকারীরা। এ রাজ্যে জঙ্গিদের থাকা-খাওয়ার জন্য অর্থের জোগান দিত
ডাকাতি শাখা। এই শাখার নেতা ছিলেন হুজি লিডার আল আমিন। নাজিবুর অস্ত্র পাঠাতো এই আলা আমিনকে।

জানা গিয়েছে, ধৃতরা আশ্রয় নিয়েছিল হরিদেবপুরে জঙ্গি সেলিম মুন্সির বাড়িতে ।  সেলিম মুন্সি ধৃত তিন জনকে জাল আধার কার্ড বানাতে সাহায্য করেছিল। STF সেলিম মুন্সিরও খোঁজ চালাচ্ছে।
ধৃতদের জেরা করে জানা গেছে, কলকাতায় বেশ কয়েকটি ব্যাঙ্ক, বড় গয়নার শো রুমে ডাকাতির পরিকল্পনা ছিল তাদের। ফেড়িওয়ালা ছদ্মবেশে কলকাতার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে রেইকি করত তারা। ব্যাঙ্ক, গয়নার দোকান সম্পর্কে তথ্য জোগাড় করত তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments