Sunday, May 12, 2024
spot_img
spot_img
Homeদেশদিল্লির দূষণ গোটা দেশের উদ্বেগ বাড়াচ্ছে, কেজরিওয়াল সরকারের নির্দেশ তোয়াক্কা করছে না...

দিল্লির দূষণ গোটা দেশের উদ্বেগ বাড়াচ্ছে, কেজরিওয়াল সরকারের নির্দেশ তোয়াক্কা করছে না কেন্দ্র!

দূষণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশ মানছে না রাজধানীর বিভিন্ন স্কুল। এমনকী, অরবিন্দ কেজরিওয়াল সরকারের নির্দেশে তোয়াক্কা করছে না কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। দিল্লি দূষণ (Delhi Pollution) কমাতে অরবিন্দ কেজরিওয়াল সরকারের যাবতীয় নিষেধাজ্ঞাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে সবকিছুই চলছে আপন নিয়মে।

কেন্দ্রীয় সরকারের দফতর খোলা রয়েছে। চলছে নির্মাণ প্রকল্পের কাজ। এমনকি খোলা রয়েছে স্কুলের দরজাও! কচিকাঁচা শিশুদের হাত ধরে স্কুলের দরজায় হাজির অভিভাবকরা। কারণ, পেরেন্ট-টিচার মিটিং। কোনও স্কুলে আবার রীতিমতো দ্বাদশ শ্রেণির পরীক্ষাও চলছে। কোথাও আবার নবম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের অ্যাডমিট কার্ড দেওয়ার জন্য স্কুলে ডেকে পাঠানো হয়েছে। অর্থাত্‍ স্কুল খোলা। কিন্তু, গত শনিবার সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চে দিল্লি দূষণ নিয়ে বিশেষ শুনানির পর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সোমবার থেকে আগামী ৭ দিন স্কুল বন্ধ রাখার নির্দেশ জারি করেছেন।

ওদিকে কেন্দ্রীয় দূষণ (Delhi Pollution) নিয়ন্ত্রণ পর্ষদ আগামী বেশ কিছুদিন শিশুদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে। এখন প্রশ্ন তাহলে স্কুল খোলা কেন? শুধু কি এই প্রশ্নই? না। কেজরিওয়াল সরকারের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখানোর আরও কিছু ছবি ধরা পড়েছে নিউজ এইট্টিন বাংলার ক্যামেরায়। তা হল, কেজরিওয়াল সরকার যখন বলছে আগামী এক সপ্তাহ সমস্ত সরকারি দফতরে একশো শতাংশ “ওয়ার্ক ফ্রম হোম”,অর্থাত্‍ সরকারি দফতরও বন্ধ থাকবে, তখন, দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের সমস্ত সরকারি দফতরে দিব্বি কাজ চলছে আগের মতোই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments