Thursday, May 9, 2024
spot_img
spot_img
Homeখবরজর্জিয়ায় বিতর্কিত ফরেন এজেন্ট বিল নিয়ে প্রবল আন্দোলনঅব্যাহত।

জর্জিয়ায় বিতর্কিত ফরেন এজেন্ট বিল নিয়ে প্রবল আন্দোলনঅব্যাহত।

জর্জিয়ায় বিতর্কিত ফরেন এজেন্ট বিল নিয়ে প্রবল আন্দোলনঅব্যাহত, হাজার হাজার বিক্ষোভকারী বিলটি প্রত্যাহারের দাবিতে রাস্তায় নেমে আসেন। যে সব সংবাদ সংস্থা এবং সরকারি সংগঠনগুলির সঙ্গে বিদেশি যোগ রয়েছে, তাদের নথিভুক্তির লক্ষ্যে এই বিল এনেছে জর্জিয়া সরকার। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে প্রকাশ, সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে মানুষরাজধানী তাবিলিসিতে সংসদ ভবনের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদেরছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান ও কাঁদানে গ্যাসের প্রয়োগ করে। ক্ষমতাসীন জর্জিয়ানড্রিম পার্টি, রুশ মদতে গণতন্ত্রের কণ্ঠ রোধ করার চেষ্টাচালাচ্ছে। বিক্ষোভকারীরা জেলবন্দী প্রাক্তন রাষ্ট্রপতি মিখাইল সাকাশভিলির প্রতিওসমর্থন জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments