Friday, April 26, 2024
spot_img
spot_img
Homeপশ্চিমবঙ্গগঙ্গাসাগরে চলছে পুন্যার্থীদের স্নান! তুলনামূলকভাবে ভিড় অনেকটাই কম

গঙ্গাসাগরে চলছে পুন্যার্থীদের স্নান! তুলনামূলকভাবে ভিড় অনেকটাই কম

PC Newsবাংলা নিউজ ডেস্ক

: মহামারী আবহে গঙ্গাসাগরে মকর সংক্রান্তির স্নানে এবছর অন্যবারের তুলনায় ভিড় অনেকটাই কম। অন্য রাজ্য থেকে কম এসেছেন পুর্ণার্থীরা। ফলে গঙ্গাসাগর অনেকটাই ফাঁকা। দুর্ঘটনা এড়াতে নজরদারি চালাচ্ছে উপকূলরক্ষী ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। নিরাপত্তায় সহায়তা করছে নৌবাহিনীও।প্রসঙ্গত, অতিমারীতে গঙ্গাসাগর মেলায় ভিড় নিয়ন্ত্রণ নিয়ে আশঙ্কা প্রকাশ করে, জনস্বার্থ মামলা দায়ের করেন অজয় দে নামে এক ব্যক্তি। সাগর মেলা প্রাঙ্গণ ও বাবুঘাটে মেলার মাঠকে কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করার আর্জি জানানো হয়।দীর্ঘ টালবাহানার পর অবশেষে হাইকোর্ট শর্তস্বাপেক্ষে গঙ্গাসাগর মেলা ও স্নানে ছাড়পত্র দিলেও, প্রধান বিচারপতির বেঞ্চ ই-স্নানে সবচেয়ে বেশি জোর দিয়েছেন। বেঞ্চের নির্দেশ, সাগর সঙ্গমে স্নানে অনুমতি দেওয়া হলেও, রাজ্য সরকার ই-স্নান পরিষেবায় বাড়তি গুরুত্ব দিক। যাঁরা গঙ্গাসাগর মেলার মাঠ থেকে ই-স্নানের কিট সংগ্রহ করবেন, তাঁদের যেন তা বিনামূল্যে দেওয়া হয়। যাঁরা বাড়িতে বসে ই-স্নানের কিট পেতে চাইবেন, তাদের কাছ থেকে যেন শুধু ডেলিভারি চার্জটুকু নেওয়া হয়, সেই ব্যবস্থা করুক রাজ্য সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments