Sunday, May 12, 2024
spot_img
spot_img
Homeদেশকরোনাকালেও অগ্রমুখী দেশর অর্থনীতি, ভ্যাকসিন দিয়ে মানুষের প্রাণ বাঁচিয়েছে ভারত: নরেন্দ্র মোদি

করোনাকালেও অগ্রমুখী দেশর অর্থনীতি, ভ্যাকসিন দিয়ে মানুষের প্রাণ বাঁচিয়েছে ভারত: নরেন্দ্র মোদি

করোনার আরেকটি ঢেউয়ের মোকাবিলা করছে ভারত। মাত্র ১ বছরে ১৬০ কোটি ভ্যাকসিনের ডোজ দিয়েছে ভারত।’ দেশে এখনও করোনা ও ওমিক্রন নিয়ে লড়াই চালাচ্ছে ভারত (India)। এই আবহে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে (World Economic Forum) সোমবার নরেন্দ্র মোদি (Narendra Modi) বলেন, ‘করোনাকালেও এগোচ্ছে দেশ। এদিনের ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আর কী কী বলেছেন, দেখুন এক নজরে-

‘করোনা কালে ৮০ কোটি মানুষকে বিনা পয়সায় খাদ্য দেওয়া হয়েছে’ ‘করোনাকালেও এগোচ্ছে দেশ’ ‘করোনার আরেকটি ঢেউয়ের মোকাবিলা করছে ভারত’ ‘মাত্র ১ বছরে ১৬০ কোটি ভ্যাকসিনের ডোজ দিয়েছে ভারত’ ‘অনেক দেশকে জরুরি ওষুধ, ভ্যাকসিন দিয়ে মানুষের প্রাণ বাঁচিয়েছে ভারত’ ‘ভারতের কো উইন পোর্টালে স্লট বুকিং থেকে সার্টিফিকেট পাওয়া যথেষ্ট সুবিধাজনক’ ‘দুনিয়ার তৃতীয় বৃহত্তম ওষুধ উত্‍পাদক ভারত’ ‘কো-উইন পোর্টাল বিশ্বের নজর কেড়েছে’ ‘ভারতে বিনিয়োগের এখন আদর্শ সময়’ ‘ভারতীয় গণতন্ত্র বিশ্বের কাছে আশার আলো’ ‘মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ডের লক্ষ্যে ভারত’
প্রধানমন্ত্রী মোদি এই শীর্ষ সম্মেলনের প্রথম দিনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি বিশেষ ‘স্টেট অফ দ্য ওয়ার্ল্ড’ ভাষণ দিয়েছেন।

করোনাকালেও অগ্রমুখী দেশর অর্থনীতি, ভ্যাকসিন দিয়ে মানুষের প্রাণ বাঁচিয়েছে ভারত: নরেন্দ্র মোদি

চীনকে আক্রমন করতে আই এন কলকাতাতে অত্যাধুনিক টেকনোলোজি। চীন বুঝতেই পারবেনা ভারতবর্ষের যুদ্ধজাহাজ কত গুলি এবং কোথায় রয়েছে? জানুন

ওড়িশা-অন্ধ্র উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, আজ থেকে শনিবার পর্যন্ত বাতিল ৫৩টি দূরপাল্লার ট্রেন

মার্শ, ওয়ার্নারের দাপটে নিউজিল্যান্ড’কে হারিয়ে প্রথম বার টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পেলো অস্ট্রেলিয়া

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মহিলার প্রসব যন্ত্রণার সময় মোবাইলে মগ্ন চিকিৎসক-নার্স, নিজে থেকে ভূমিষ্ঠ হয়ে মেঝেতে পড়ে গেল সদ্যোজাত

রাজ্যে স্কুল খুলছে। কিন্তু, পশ্চিম মেদিনীপুরের নেকুড়সেনি হাই স্কুলের মাধ্যমিকে উত্তীর্ণ হওয়া পড়ুয়ারা এখনও স্কুলে ভর্তি হতে না পারায় উদ্বেগের মুখে পড়তে হয়েছে তাদের।

প্রতিনিয়ত লিপস্টিক ব্যবহারে বাড়ছে বিপদের আশঙ্কা ! জেনেনিন এর ব্যবহারে কি কি ক্ষতি হয়

দেশের স্টার্টআপ ক্ষেত্রটি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, “২০১৪ সালে ভারতে হাতে গোনা কয়েকটি স্টার্টআপ ব্যবসা ছিল। আজ তাঁদের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে, গত ৬ মাসে ১০ হাজারের বেশি স্টার্টআপ রেজিস্টার করেছে নিজেদের। ৫০ লক্ষের বেশি সফটওয়ার কর্মীরা দেশে আজ কাজ করছেন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments