Thursday, May 2, 2024
spot_img
spot_img
Homeখবরএবার পূজায় একটি জামা বেশি কিনি

এবার পূজায় একটি জামা বেশি কিনি

শিলিগুড়ি ২৫/০৯/২০২২ রবিবার এবার পূজায় একটা জামা বেশি কিনি তাদের হাতে তুলে দেই যারা আলো চকচক পুজোর মাঝে থেকেও অন্ধকারে থেকে যায়। এই উদ্দেশ্যকে সামনে রেখে মহালয়ার পূর্ণ তিথিতে মা দুর্গার আগমনে বিবেক জ্যোতি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে বিগত আট বছর ধরে বন্ধ থাকা পানিঘাটা চা বাগান বস্তি এলাকায় দশ বছর বয়স পর্যন্ত ১৫০ জন ছেলে মেয়েদের হাতে পুজোর নতুন জামা উপহার দেওয়া হল আপনিও একটি বাচ্চার জামার দায়িত্ব নিতে পারেন ও আপনার আশেপাশে এমন কোন পরিবার থাকে যারা টাকার অভাবে পুজোর জামা কিনতে পারছেন না আমাদের সাথে যোগাযোগ করুন আমরা নতুন বস্ত্র পৌঁছে দিবো।

এবার পূজায় একটি জামা বেশি কিনি এবার পূজায় একটি জামা বেশি কিনি

সংস্থার সম্পাদক মনোজ সরকার জানান তারা সারা বছর ধরে মানুষের জন্য বিভিন্ন সেবা মুলোক কাজ করে থাকেন রক্ত দান শিবির থেকে শুরু করে ছাএ ছাএীদের বই,খাতা,কলম দেওয়া এবং মাসিক ৫ টাকায় আট স্কুল পরিবেশের জন্য বৃক্ষ রোপন করা হয়। সংস্থার সভাপতি অভিজিৎ পাল জানান ৭ বছর ধরে আমরা সংস্থার পক্ষ থেকে আমরা আমাদের সদস্য দের নিয়ে মানুষের জন্য কাজ করছি আগামী দিনে মাসিক ৫ টাকায় অঙ্কুর শ্রেণি থেকে দশম শ্রেণি ছাত্র ছাত্রী দের জন্য কোচিং সেন্টার খুলতে চলেছি মানুষের সহযোগিতা পেলে আগামী দিনে আমরা আরো ভালো কাজ করতে পারবো এবং মানুষ আমাদের পাশে থাকবে বলে আশা রাখছি। সংস্থার সদস্য গোপাল পাল জানান টাকার অভাবে যারা পড়াশোনার আলো থেকে পিছিয়ে পরেছে তাদেরকে পড়াশোনার আলোই ফিরিয়ে আনার চেষ্টা আমরা করছি আগমনী দিনে পিছিয়ে পড়া ছাত্র ছাত্রী দের জন্য কাজ করবো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments