Thursday, May 16, 2024
spot_img
spot_img
Homeকলকাতাআজ থেকেই শুরু হয়ে গেল বাঙালির প্রাণের পুজো, জানুন মহাষষ্ঠীর নির্ঘণ্ট

আজ থেকেই শুরু হয়ে গেল বাঙালির প্রাণের পুজো, জানুন মহাষষ্ঠীর নির্ঘণ্ট

করোনার জেরে আগের বছরের মতো এবারও বাঙালির প্রিয় উত্সবের রং ফিকে হওয়ার সম্ভাবনা প্রবল। তবে তাতে বাঙালিকে দমিয়ে রাখা যাবে না। করোনাকে সঙ্গী করেই মেতে উঠেছে দুর্গাপুজোয় । পৌরাণিক কাহিনি অনুযায়ী, মহাষষ্ঠীর দিন দেবী দুর্গা তাঁর সন্তান-সন্ততি নিয়ে মর্ত্যে অবতরণ করেন। মহাষষ্ঠীর প্রাক্কালে দুর্গার বোধনের পর সমস্ত আচার-অনুষ্ঠান শুরু হয়।

বাঙালির ক্যালেন্ডার দেখা মাত্রই প্রথমে যেদিকে বিশেষ নজর যায় তা হল দুর্গাপুজোর তারিখের দিকে। তাই সংক্রমণকে নিয়েই চলছে পুজোর প্ল্যানিং। ২০২১ সালে বিজয়াতে সকলের প্রার্থনা আর আশা কতটা মেটাতে পারলেন এখন সেটাই দেখার। তবুও আশায় বুক বেঁধেই বাঙালি মনপ্রাণ দিয়ে একটাই প্রার্থনা করে চলেছে, আর করোনা নয়! এবারের পুজো আর স্বজন হারা আর্তনাদ নয়, পুজোয় সকলের মঙ্গল ও সুস্বাস্থ্যই এখন কামনার।

ঢাকের কাঠি পড়া থেকে শিউলির স্নিগ্ধ ও মিষ্টি গন্ধে সারা বাংলার আকাশ জুড়ে দুর্গার আগমনের প্রস্তুতি নিতে শুরু করে। মহালয়ার একসপ্তাহ পর চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, বিজয়া পর্যন্ত বাঙালির কাছে অত্যন্ত প্রিয় একটি শারদউত্সব। এই বছর মহাপঞ্চমী ও মহাষষ্ঠী একই দিনে পড়েছে।

মহাপঞ্চমী ও মহাষষ্ঠীর তারিখ

* ২৪ আশ্বিন, ইং ১১ অক্টোবর সোমবার

মহাষষ্ঠীর দিন বিভা নিমন্ত্রণ,কালপারাম্ভ, অকাল বোধন, আমন্ত্রণ, অধিবাস করা হয়।

শুভ মহরত

১১ অক্টোবর- পঞ্চমী প্রাতঃ ঘ ৬।২৪ পরে ষষ্ঠী শেষরাত্রি ঘ ৪।৪ পর্যন্ত। প্রাতঃ ঘ ৬।২৪ গতে দুর্গা ষষ্ঠী।

প্রাতঃ ঘ ৬।২৪ গতে পূর্বাহ্ণ মধ্যে (কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ৭।৩ মধ্যে পুনঃ দিবা ঘ ৮।৩০ গতে পূর্বাহ্ণ মধ্যে)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments