Wednesday, May 15, 2024
spot_img
spot_img
Homeকলকাতাআগামী শিক্ষাবর্ষেই চালু হতে চলেছে বারাসত মেডিক্যাল কলেজ

আগামী শিক্ষাবর্ষেই চালু হতে চলেছে বারাসত মেডিক্যাল কলেজ

আগামী শিক্ষাবর্ষেই চালু হয়ে যাবে বারাসত মেডিক্যাল কলেজ (Barasat Medical College)। বৃহস্পতিবার রিভিউ মিটিং (Review) শেষে এমনই ইঙ্গিত দিয়েছেন বিধানসভার (Assembly) স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্মল মাজি (Nirmal Majhi)। বারাসত হাসপাতাল (Barasat Hospital) সূত্রে খবর, আগামী মে মাসের মধ্যে একশো আসনে MBBS কোর্স চালুর পরিকাঠামো তৈরির কাজ সেরে ফেলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বারাসত, উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) জেলা সদর। কলকাতা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। এখানেই সরকারি উদ্যোগে তৈরি হচ্ছে মেডিক্যাল কলেজ (Medical College)। বারাসত সদর হাসপাতাল চত্বরেই তা গড়ে উঠছে।কর্তৃপক্ষের আশ্বাস, আগামী শিক্ষাবর্ষেই চালু হয়ে যাবে বারাসত মেডিক্যাল কলেজ।

মেডিক্যাল কলেজ তৈরির কাজ কতদূর এগোল, তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার বারাসত সদর হাসপাতালে একটি পর্যালোচনা বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও হাসপাতাল সুপার। বৈঠক শেষে মেডিক্যাল কলেজ ভবনে কাজের অগ্রগতি খতিয়ে দেখেন তাঁরা। বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্মল মাজি বলেন, ‘আগামী শিক্ষাবর্ষেই চালু হয়ে যাবে বারাসত মেডিক্যাল কলেজ।”

আগামী শিক্ষাবর্ষেই চালু হতে চলেছে বারাসত মেডিক্যাল কলেজ

রাজ্যে স্কুল খুলতে না খুলতেই একসঙ্গে এক স্টাফ ও ১০ জন পড়ুয়া সংক্রমিত,বাংলার কপালে চিন্তার ভাঁজ

ওড়িশা-অন্ধ্র উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, আজ থেকে শনিবার পর্যন্ত বাতিল ৫৩টি দূরপাল্লার ট্রেন

স্যাঁতস্যাঁতে ভাবের মধ্যেই চার জেলায় বৃষ্টি! তবে কবে থেকে জাঁকিয়ে ঠান্ডা পড়বে তা জানাল হাওয়া অফিস

খানিকটা ঘাবড়েই গিয়েছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, লোকনৃত্য শিল্পী মাতা বি মানজাম্মা তাঁর নিজস্ব কায়দায় অভ্যর্থনা জানালেন রাষ্ট্রপতিকে

প্রাথমিক ভাবে ১০০টি আসনে MBBS কোর্স চালু হবে। আগামী বছরের মে মাসের মধ্যে পরিকাঠামো তৈরির কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বারাসত হাসপাতাল সূত্রে খবর, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি সহ বিভিন্ন বিভাগের পরিকাঠামো নির্মাণে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। মেডিক্যাল কলেজ তৈরির পাশাপাশি জোর দেওয়া হচ্ছে হাসপাতালের চিকিত্‍সা পরিষেবা বাড়ানোর ওপর। সেখানে সবচেয়ে অগ্রাধিকার পাচ্ছে কেমোথেরাপি। এদিকে মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন অধ্যক্ষ রঘুনাথ মিশ্র। এমনটাই স্বাস্থ্য দফতর সূত্রে খবর। তিনি সাগর দত্ত মেডিক্যাল কলেজে ছিলেন। গত বুধবার মেডিক্যালের অধ্যক্ষ মঞ্জু বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করেন। তিনি অবসরের পর এতদিন দায়িত্বে ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments