Thursday, May 2, 2024
spot_img
spot_img
Homeখবরঅস্ত্র কারখানার নেটওয়ার্ক ধ্বংস করে দিয়েছে বলে সেদেশের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে।

অস্ত্র কারখানার নেটওয়ার্ক ধ্বংস করে দিয়েছে বলে সেদেশের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে।

ইজরায়েলি সেনা, গাজা ভূখন্ডের প্রধান সড়ক বরাবর হামাসের অস্ত্র কারখানার নেটওয়ার্ক ধ্বংস করে দিয়েছে বলে সেদেশের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে। মাটির নীচে অসংখ্য সুড়ঙ্গের মাধ্যমে এই অস্ত্র কারখানাগুলি যুক্ত। সালাহ্-আল-দিন সড়ক বরাবর মাটির ওপরে ও নীচে এই সব কারখানায় তৈরি হত রকেট, অস্ত্র ও গোলাগুলি। সুড়ঙ্গ পথে সেইসব অস্ত্রশস্ত্র গাজা ভূখন্ড জুড়ে সন্ত্রাসবাদীদের কাছে পৌঁছে দেওয়া হত। কিছু জায়গায় অস্ত্র মজুত করে রাখা হত বলেও ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে। তাদের দাবি, মধ্য গাজার মাঘাজি শরণার্থী শিবিরে অস্ত্র তৈরির বহু কারখানার সন্ধান পেয়েছে ইজরায়েলি সেনা। নুসেরাত ও বুরেজ শরণার্থী শিবিরের মধ্যে অভিযান চালিয়ে রাসায়নিক সামগ্রী তৈরির সরঞ্জাম এবং কন্টেনারও উদ্ধার হয়েছে। পাওয়া গেছে দূর পাল্লার শত শত রকেট। সাধারণ নাগরিকদের বাসভবন এবং সরকারি প্রতিষ্ঠানের কাছে হামাসের বুরেজ ব্যাটেলিয়নের পরিকাঠামোর বিরুদ্ধে ইজরায়েলি সেনার অভিযানে অর্থ, মানচিত্র, অস্ত্রশস্ত্র এবং প্রচার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। অন্যদিকে, গাজার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ৭ই অক্টোবর থেকে ইজরায়েলি আক্রমণে ২৪ হাজার ৬০০-র বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে শিশুর সংখ্যা প্রায় ১০ হাজার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments