Thursday, May 16, 2024
spot_img
spot_img
Homeদেশঅক্ষয় তৃতীয়ার দিন থেকে ফের শুরু হল চারধাম যাত্রা

অক্ষয় তৃতীয়ার দিন থেকে ফের শুরু হল চারধাম যাত্রা

পিসি নিউজ বাংলা : পুণ্যসঞ্চয়ের লোভে চারধাম যাত্রা করে আসছেন বহু ভারতীয়। যুগ যুগ ধরে চলে আসছে এই যাত্রা। অবশ্য গত দুই বছর এই যাত্রা পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল করোনা। তাই চারধাম যাত্রা হয়নি। ফলে সকলে অধীর আগ্রহে এ বছরের জন্য অপেক্ষা করছিলেন। অবশেষে এল সেই লগ্ন।

জানা গিয়েছে, অক্ষয় তৃতীয়ার দিন থেকে ফের শুরু হল চারধাম যাত্রা। সাধারণত এদিনই চারধাম অর্থাৎ কেদার, বদ্রি, গঙ্গোত্রী, যমুনোত্রীর দ্বারোদ্ঘাটন হয়। তবে চলতি বছর অক্ষয় তৃতীয়ায় শুধু যমুনোত্রী খুলছে। আগামী ৬ মে খুলবে কেদার মন্দিরের দ্বার। বদ্রিনারায়ণের মন্দির খুলছে ৮ মে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি যমুনোত্রী ধাম উদ্ঘাটনের কথা জানিয়েছেন। এর পাশাপাশি যমুনোত্রী ধামের উদ্দেশ্যে যাত্রীদের শুভেচ্ছা জানান তিনি। চারধাম যাত্রা প্রতিটি ভারতীয়র মনেই ভিন্ন রোমাঞ্চ নিয়ে আসে। বিশ্বাস করা হয় যে, চারধাম যাত্রা করে এলে মুক্তিলাভ হয়। যা হিন্দুদের অন্তিম লক্ষ্য। তবে চারধাম নিয়ে নানা মত, নানা মতভেদ, নানা দ্বিধা রয়েছে।

অনেকের মতে, এখন চারধাম বলতে যা চলছে, তা মোটেই প্রকৃত চারধাম নয়। এখন চারধাম বলতে বোঝানো হয় কেদার, বদ্রি, গঙ্গোত্রী, যমুনোত্রী। তবে বিশুদ্ধবাদীদের মতে, প্রকৃত চারধাম হল-পূর্বে পুরী, পশ্চিমে দ্বারকা, দক্ষিণে রামেশ্বরম, উত্তরে বদ্রিনারায়ণ। আদি শঙ্করাচার্য হিন্দু ধর্মের পুনরুত্থানকল্পে ভারতের চারদিকে এই চার মঠ প্রতিষ্ঠা করেছিলেন। বিশ্বাস করা হয় যে, এই চারধাম দর্শন করলে তবেই মুক্তিলাভ সম্ভব। সেই বিশ্বাসের ওপর ভর করেই আজব চলে চার ধামের উদ্দেশ্যে যাত্রা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments