কলকাতার ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে নবম থেকে দ্বাদশ এর হবু শিক্ষক-শিক্ষিকা পদ প্রার্থীদের ধর্নার ৬০০ দিনে তাদের প্রতি সংহতি জানিয়ে বামফ্রন্টের পক্ষ থেকে আজ এক মিছিলের আয়োজন করা হয়। অবস্থানরত সব যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ করা, অবিলম্বে রাজ্য সরকারকে এ সংক্রান্ত শ্বেত পত্র প্রকাশ করা, সমস্ত বেআইনি নিয়োগ বাতিল করা, এবং বেআইনি নিয়োগের সঙ্গে যুক্ত সব অপরাধীদের যথাযথ শাস্তির দাবিতে এই মিছিলের ডাক দেওয়া হয। দুপুরে ধর্মতলার লেনিন মূর্তির সামনে বামফ্রন্টের পক্ষে জমায়েতে হয়। সেখান থেকে সংহতি মিছিল অবস্থানরত চাকরি প্রার্থীদের কাছে পৌঁছায়। সেখানে এক পথসভায় বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু সহ ফ্রন্টের শরিক দলের নেতা-নেত্রীরা বক্তব্য রাখেন।