সুকন্যার গোপন হাজিরা নিয়ে ক্ষুব্ধ আইনজীবীরা।
সুকন্যা গ্রেফতার কাণ্ডে ক্ষুব্ধ অনুব্রত মণ্ডলের আইনজীবীরা। অভিযোগ, গত চারদিন ধরে ফোন বন্ধ ছিল অনুব্রত কন্যার। শুধু তাই নয়, কেষ্টকন্যা নিজে থেকেও কারোর সঙ্গে যোগাযোগ করেননি। তারপর হঠাৎ করে বুধবার তিনি বান্ধবীর সঙ্গে দিল্লির ইডির দপ্তরে হাজির হন। সেখানে গ্রেপ্তার করা হয় অনুব্রত কন্যা সুকন্যা মন্ডলকে, বৃহস্পতিবার দুপুর ২টা নাগাদ দিল্লির রাউজ এভিনিউ কোর্টে অনুব্রত এবং সুকন্যা মণ্ডলকে একসঙ্গে পেশ করার সম্ভাবনা রয়েছে।
তবে তিনি কেন এই ঘটনা ঘটালেন তা নিয়ে দ্বন্দ্বে রয়েছেন অনুব্রত মণ্ডলের আইনজীবীরা। কেষ্টকন্যা সুকন্যা মন্ডলের মানসিক অবসাদ ছিল নাকি কেউ চাপ সৃষ্টি করেছে, এ বিষয়ে এখনও জানা যায়নি। তিনি হঠাৎ ইডির দপ্তরে হাজির হওয়ার কারণ বুঝে উঠতে পারছেননা আইনজীবীরাও। অনুব্রতর আইনজীবী সম্পৃক্তা ঘোষাল জানান, এই ঘটনায় তাঁরা অত্যন্ত ক্ষুব্ধ। তাঁরা অনুব্রত, সুকন্যাকে সেফ গার্ড করতে চেয়েছেন, কিন্তু গত চারদিন ধরে সুকন্যার ফোন বন্ধ, তিহার জেল থেকে অনুব্রত তাঁর মেয়ের সঙ্গে বিশেষ নম্বর থেকে ৫ মিনিট কথা বলতেন। সেটাও এই কদিনে হয়নি। ফলে অনুব্রতও চিন্তিত ছিলেন, তারপর সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে দিল্লি পৌঁছোন সুকন্যা। তাঁর ইডির দপ্তরে হাজিরা দেওয়ার কারণ কী? তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।