সবকিছু ছাড়িয়ে, সব বাধা পেরিয়ে আজ শুভ মুক্তি পেল, রোহান গামা মীরের বাংলা সিনেমা “দিশাহীন মন আমার” এর অফিসিয়াল ট্রেলার।
এই ছবিতে অভিনয় করেছেন রোহান গামা মীর, ইউসুফ খান, সুকন্যা ভদ্র, ব্রততী পাল, রাজু মজুমদার, হিমাদ্রী দাস, লাড্ডু প্রমুখ বিশিষ্ট জনেরা। এই ছবি মুক্তি পাবে ২৬ শে মে ২০২৩।
পাশাপাশি পরিচালক জয়দেব মণ্ডল বলেন, এটি একটি কমার্শিয়াল ছবি এবং তিনি নিজেকে গর্বিত মনে করেন যে বিনোদ রাঠোর স্যার তার ছবিতে একটি রোমান্টিক গান করেছেন এবং তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন, আপনারা বাংলা সিনেমার পাশে থাকুন , বাংলা সিনেমা দেখুন, এবং বাংলা সিনেমাকে বাঁচিয়া রাখুন।
