Monday, December 11, 2023
spot_img
spot_img
Homeখবরবালুরঘাট থেকে টোটো বিক্রি করতে এসে হিলিতে ধরা পরল দুই টোটো চোর।

বালুরঘাট থেকে টোটো বিক্রি করতে এসে হিলিতে ধরা পরল দুই টোটো চোর।

বালুরঘাট থেকে টোটো বিক্রি করতে এসে হিলিতে ধরা পরল দুই টোটো চোর।

স্থানীয় বাসিন্দারা সন্দেহ হতে ওই দুইজনকে আটক করে এরপর খবর দেওয়া হয় স্থানীয় হিলি পুলিশের এরপর হিলি থানার পুলিশ প্রশাসন এসে সেই দুই চোরকে আটক করে থানায় নিয়ে যায় সূত্রের খবর ১৫ হাজার টাকায় টোটো বিক্রি করতে চাইছিলেন ওই দুটি ছোট চোর ছিল না টোটোর ব্যাটারি জনগণের সন্দেহ হতেই তাদেরকে বেঁধে রাখেন। এবং খবর দেওয়া হয় স্থানীয় থানায় পুলিশ প্রশাসনে এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। জানা যায় ওই দুই অভিযুক্তের বাড়ি বালুরঘাট থানার ট্যাংক মোড় এলাকায়।

নাম সজন সরকার পিতা গণেশ সরকার বয়স ২৪, অন্যজন প্রশান্ত দাস পিতা সনাতন দাস বয়স ২৫ ,সকাল সকাল এই ঘটনাটি ঘটে হিলি ব্লকের ত্রিমোহিনী লালপুর এলাকায় স্থানীয় জনগণের মধ্যে খুব লক্ষ্য করা যায় উল্লেখ্য গতকালই ত্রিমনিরহাট থেকে একটি টোটো চুরি হয়েছিল এ রেস কাটতে না কাটতেই দুই টুটু চোর ধরা পড়ার ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও স্থানীয়দের মধ্যে খুব লক্ষ্য করা গেল। এ বিষয়ে খতিয়ে দেখে আইনত ভাবে ব্যবস্থা গ্রহণ করবে হিলি থানার পুলিশ বলে সূত্রের খবর অন্যদিকে স্থানীয় টোটো চালকরা জানান ইদানিংকালে হিলি এলাকায় চুরির ঘটনা অনেকটাই বেড়ে গেছে গতকাল ইতিমধ্যে হাট থেকে একটি টোটো চুরি হয়ে যায় তাই পুলিশ প্রশাসনের কাছে তাদের দাবি টোটো চোররা যাতে উপযুক্ত শাস্তি পায় এবং দৃষ্টান্তমূলক শাস্তি পায় যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে না ঘটে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments