প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী তথা মালদার রূপকার ABA গনি খান চৌধুরীর ১৬ তম প্রয়াণ দিবস পালন করল মালদা জেলা তৃনমূল কংগ্রেস নেতৃত্ব। বুধবার সকালে এই মর্মে মালদা শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন মুক্তমঞ্চ এলাকায় প্রয়াত নেতার মুর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপস্থিত ছিলেন বর্ষিয়ান তৃণমূল নেতা তথা রাজ্যের জলসম্মপদ মন্ত্রী সৌমেন মহাপাত্র, ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা।
এদিন প্রথমে প্রয়াত নেতার মূর্তিতে মাল্যদান করেন তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা সৌমেন মহাপাত্র, এরপর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, যুব সভাপতি প্রসেনজিৎ দাস সবাই একে একে মাল্যদান করে প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানান।