রাস্তার কাজ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে, আহত ৫ জন এবং গ্রেপ্তার বেশ কয়েকজন।
কোচবিহার জেলার মেকলিগঞ্জ এর ভোটবাড়ির গোয়েন্দা পাড়াই রাস্তার কাজ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে, আহত তৃণমূল অঞ্চল সভাপতি আলতাফ হোসেন সহ চার জন। কারোর হাত ভেঙেছে কারোর পা আবার কারো বা দাঁত। স্থানীয় সূত্রে খবর, আহতদের প্রথমে চ্যাংড়াবান্ধা স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যায়, সেখান থেকে চারজনকে জলপাইগুড়িতে স্থানান্তরিত করা হয়েছে।