গত ২০শে মে ডিভিশন বেঞ্চ তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। ওই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল রাজ্য সরকার, গত ২২ সেপ্টেম্বর বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিয়ে আগের রায় বহাল রেখেছিল। এ ব্যাপারে রাজ্য সরকারকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ।
- Advertisment -