উত্তরপাড়ার পর এবার ডানকুনির রঘুনাথপুরে বিধায়ক কাঞ্চন মল্লিকের নিখোঁজের পোস্টার!
এদিন সকালে ডানকুনির রঘুনাথপুর এলাকায় একাধিক জায়গায় এই পোস্টার দেখা যায়।
পোস্টারে লেখা “রঘুনাথ পুরের এলাকাবাসী বিধায়ক কাঞ্চল মল্লিককে খুঁজে পাচ্ছেন না,সন্ধান দিতে পারলে এলাকা বাসী কৃতজ্ঞ থাকবে”
পোস্টারের নিচে লেখা ভারতীয় জনতা পার্টি।

অন্যদিকে শ্রীরামপুর সাংসদ কেও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পোস্টার লাগানো হয়েছে লেখা আছে ‘”এলাকা বাসী পানীয় জলের সমস্যায় জেরবার, ডেঙ্গির প্রকোপ বাড়ছে এর সমাধান কবে হবে এলাকাবাসী জানতে চায়।তৃনমূল হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুঁইন বলেন,বিজেপি রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছে।তাই এসব করছে।বিধায়ক এলাকায় শুধু থাকেন না উন্নয়নে কাজ করেন।সেটা ওরা দেখতে পায় না।