Saturday, September 14, 2024
spot_img
spot_img
Homeখবরছেলেকে টিউশন পড়ানোকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর বচসার জেরে আত্মহত্যা করলো গৃহবধূ।

ছেলেকে টিউশন পড়ানোকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর বচসার জেরে আত্মহত্যা করলো গৃহবধূ।

ছেলেকে পড়ানোকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর তুমুল বচসা বাধে, ঝামেলার জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল ২৪ বছর বয়সি কাকলি বিবি নামের এক গৃহবধূ, স্থানীয় মানুষজন ওই গৃহবধূকে তড়িঘড়ি আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। মৃত গৃহবধুর স্বামীর নাম আরজামাল সরকার, তাদের পাঁচ বছরের একটি পুত্র সন্তান আছে, তার নাম নুর আমিন সরকার। আরজামাল সরকার ছেলেকে টিউশন পড়াবে না বলে জানান স্ত্রী কাকলি বিবিকে, সেই প্রস্তাব মেনে নিতে পারেননি কাকলি বিবি, তিনি চেয়েছিলেন ছেলেকে শিক্ষিত করতে, ছেলেকে মানুষের মতো মানুষ করতে, এই ঘটনাকে কেন্দ্র করেই স্বামী স্ত্রীর মধ্যে অত্যন্ত ঝামেলার সৃষ্টি হয়, আর সেই ঝামেলার জেরেই স্বামী আরজামাল সরকার আত্মহত্যা করবো বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, আর এদিকে কাকলি বিবি নিজের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার নওদা থানার অন্তর্গত ডাঙ্গাপাড়া গ্রামে। ঘটনার খবর পাওয়া মাত্রই নওদা থানার পুলিশ পৌঁছায় আমতলা গ্রামীণ হাসপাতালে এবং মৃতদেহ থানায় নিয়ে যায়, পরে ময়নাতদন্তের জন্য বহরমপুরে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা যায়। মৃত গৃহবধুর বাবার বাড়ি মুর্শিদাবাদ জেলার নওদা থানার অন্তর্গত ছাপাতলা গ্রামে।
ঘটনার তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ, এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments