সেখানে তিনি পাল্লিছালে রাজ্যের প্রথম হ্যান্ডলুম উৎপাদক সংস্থা – বলরামপুরাম হ্যান্ডলুম প্রডিউসার কোম্পানি লিমিটেড এন্ড ফেসিলিটি সেন্টারের উদ্বোধন করেন। বলরামপুরমের হ্যান্ডলুমকে আরো উন্নত করাই সংস্থার লক্ষ্য, এরপর, অর্থমন্ত্রী পি পরমেশ্বরণ স্মারক বক্তৃতায় অংশ নিয়েছিলেন। সফরকালে কেরালা গ্রামীণ ব্যাংক অ্যাসোসিয়েশন সহ একাধিক শিল্প সংস্থার প্রতিনিধিদের সঙ্গে তাঁর কথা বলার কর্মসূচি রয়েছে বলে সূত্রের খবর।
বিউডো রিপোর্ট, পি সি নিউজ বাংলা।