শহরে যেসব হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পে, চিকিৎসার জন্য শয্যা সংখ্যা বাড়ানো হবে, সেগুলির সম্প্রসারণ বা নতুন নির্মাণের ক্ষেত্রে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় দেওয়া হবে বলে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন।
জনস্বার্থে প্রচারিত
পুরভবনে গতকাল শ্রমমন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে এক বৈঠকের পর একথা বলেন।
এখন থেকে রাজ্যে পুর এলাকায় কোনও ব্যবসায়ীকে ট্রেড লাইসেন্স ও শপস এন্ড এস্টাব্লিশমেন্ট আইনে নথিভুক্তের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে না।
রাজ্যের প্রতিটি পুর এলাকায় বিভিন্ন পরিষেবা ও বিজ্ঞাপনের জন্য অনুমতি অনলাইনেই দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।