Friday, March 29, 2024
spot_img
spot_img
Homeকলমেসিদ্ধিদাতার আশীর্বাদ থাকলে সব কাজে আসবে সাফল্য

সিদ্ধিদাতার আশীর্বাদ থাকলে সব কাজে আসবে সাফল্য

পুরাণ মতে সিদ্ধিদাতা গণেশ হলেন শিব ও পার্বতীর সন্তান ৷ বিশেষ কিছু ক্ষেত্রে প্রচলিত আছে শিব গণেশকে সৃষ্টি করেছিলেন, আবার প্রচলিত আছে পার্বতী গণেশকে সৃষ্টি করেছিলেন, এমনও প্রচলিত আছে শিব ও পার্বতী দু’জনে মিলেই সৃষ্টি করেছিলেন সিদ্ধিদাতা গণেশকে ৷

শিব ও দুর্গার প্রধানত চার সন্তান কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, গণেশ ৷ গণেশ অত্যন্ত প্রিয় ছিলেন তাঁর বাবা মায়ের ৷

তিনি সিদ্ধিদাতা অর্থাৎ গণেশের নাম স্মরণ করে কোনও কাজ শুরু করলে তা অত্যন্ত সুন্দর রূপে সিদ্ধ হয়ে থাকেন ৷ যে কোনও কাজে যাওয়ার আগে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ নিয়ে কাজে বসলে সেই কাজ সম্পন্ন অত্যন্ত ভাল ভাবে ৷

সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়া সম্ভবপর হয়ে থাকে ৷ নতুন করে সুন্দর ভাবে জীবন শুরু করা যায় ৷ জীবনের প্রতিটি মুহূর্তে নতুন এক অনুভূতির জন্ম দেয় ৷

সমস্ত কাজ তখনই সম্পন্ন হবে যখন প্রতিটি কাজ শুরুর আগে নমঃ সিদ্ধিদাতা গণেশায় নমঃ মন্ত্র উচ্চারণ করা হবে ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments